মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
বিয়ে করছেন রুমানা
Home Page » বিনোদন » বিয়ে করছেন রুমানাবঙ্গনিউজ ডটকমঃআগামী ৮ আগস্ট বিয়ের পিড়িতে বসছেন মডেল অভিনেত্রী রুমানা খান। পাত্র মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমান। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের অনুষ্ঠান হবে। এর আগে ৬ আগস্টে হবে গায়েহলুদ। এরই মধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিদের কাছে পৌঁছেছে দুই পক্ষের আমন্ত্রণপত্র। রুমানার গয়না তৈরি করা হয়েছে ঢাকায়।
এ দিকে এলিনের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন রুমানা। এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। ওই বিয়ে কয়েক বছর টিকলেও তাদের মাঝে সম্পর্কে তিক্ততা শুরু হয়। এরপর রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছর খানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সাথে পরিচয় হলে এক পর্যায়ে দু’জন প্রেমে জড়িয়ে পড়েন। সেই প্রেমেরই পরিণতি হচ্ছে বিয়ের মাধ্যমে।
এ দিকে বছর দেড়েক সময় ধরেই পর্দায় অনুপস্থিত রুমানা। চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার পর সর্বশেষ নাটক-টেলিছবিতে ব্যস্ত দেখা গেছে তাকে। তবে বছর দেড়েক ধরে অভিনয় থেকে পুরোপুরি আড়ালে রয়েছেন তিনি। আমেরিকা যাওয়ার আগে ‘তাহাদের যৌবনকাল’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে কাজ করছিলেন তিনি। কিন্তু নাটকটির ১৩ পর্ব শুটিং করার পর নাটকটির পরিচালক সাজাদ হোসেন বাবলুকে কিছু না জানিয়েই আমেরিকা চলে যান রুমানা। যার কারণে ধারাবাহিকটির কাজ বন্ধ হয়ে আছে। রুমানার এমন আচরণে মিডিয়া সংশ্লিষ্ট অনেকেই অবাক হয়েছেন। কারণ রুমানার দীর্ঘ ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনোই ঘটাননি। এ প্রসঙ্গে তার কাছের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ দিন তিনি নাটকে কিংবা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে পারেননি। আর এ হতাশা থেকেই আমেরিকায় পাড়ি জমিয়েছেন। ভবিষ্যতে দেশে ফিরলেও চলচ্চিত্রে আর অভিনয় করবেন না। ছোট পর্দায়ও খুব বেশি কাজ করার ইচ্ছে নেই। বুঝে-শুনে ভালো মানের দুই-একটি নাটক-টেলিছবিতে অভিনয় করবেন। এখানে উল্লেখ্য, ছোট পর্দার মাধ্যমেই ক্যারিয়ার শুরু করা রুমানা চলচ্চিত্রেও কাজ করছেন চার বছর। এ স্বল্প সময়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।
চলচ্চিত্র নির্মাতা পিএ কাজল সর্বপ্রথম রুমানাকে বড় পর্দায় নিয়ে আসেন। তিনি রুমানাকে শাকিব খানের বিপরীতে ‘এক টাকার বউ’ ছবিতে কাস্ট করেন। এরপর একে একে তিনি শাহীন-সুমনের ‘বিয়ে বাড়ি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘প্রেমে পড়েছি’, জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘মা আমার চোখের মণি’ প্রভৃতি ছবিতে অভিনয় করেন। সব মিলিয়ে চার বছরের ক্যারিয়ারে ২৬টি ছবিতে অভিনয় করেছেন রুমানা। তার অভিনীত বেশির ভাগ চলচ্চিত্রই দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিল।
বাংলাদেশ সময়: ২২:১১:৩২ ৩৭৬ বার পঠিত