মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
ঢাকা টেস্টে ‘কালো বাহুবন্ধনী’
Home Page » ক্রিকেট » ঢাকা টেস্টে ‘কালো বাহুবন্ধনী’বঙ্গনিউজ ডটকমঃঢাকা টেস্টের মাত্র দুদিন আগেই দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকা শিবিরে। সাবেক প্রোটিয়া অধিনায়ক ক্লাইভ রাইস দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন। সাবেক নেতার প্রতি শ্রদ্ধা ও শোকজ্ঞাপন করতেই ৩০ জুলাই কালো বাহুবন্ধনী বেঁধে মাঠে নামছেন হাশিম আমলারা।
কেপটাউনে একটি হাসপাতালে মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
রাইসকে বলা হয়ে থাকে তার সময়কার সেরা অলরাউন্ডার। দুর্ভাগা রাইস ২১ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান। তখন ১৯৭০ সাল। কিন্তু বর্ণবৈষম্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২১ বছরের জন্য নিষিদ্ধ হয় প্রোটিয়ারা। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে দেশ যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, ততদিনে বয়স হয়েছে ৪২ বছর। ওই বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে অভিষেক করেন রাইস। সেবারের ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেশকে নেতৃত্ব দেন তিনি। এরপর ১৯৯২ সালের বিশ্বকাপের দলে জায়গা হারানোর পর আর জাতীয় দলের হয়ে তার খেলা হয়নি।
জাতীয় দলের বাইরে থাকাকালীন কিংবা দেশ নিষিদ্ধ থাকাকালীন সময়ে, ঘরোয়া ক্রিকেটে সমানে পারফরম্যান্স করে গেছেন ক্লাইভ রাইস। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৯ থেকে ১৯৯৪ সালের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৪৮২টি ম্যাচ খেলে ৪০.৯৫ গড়ে ২৬ হাজার ৩৩১ রান করেন তিনি। বল হাতে নিয়েছেন ৯৩০ উইকেট। ১৯৭৫ সালে ইংলিশ কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারে যোগ দেন রাইস। ১৯৭৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ক্লাবটিকে নেতৃত্ব দেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন দুইবার। - See more at:
বাংলাদেশ সময়: ২২:০২:৫০ ২৭৭ বার পঠিত