সোমবার, ২৭ জুলাই ২০১৫
এক লিটারে ৫০০ কিলোমিটার যাবে মোটরসাইকেল!
Home Page » এক্সক্লুসিভ » এক লিটারে ৫০০ কিলোমিটার যাবে মোটরসাইকেল!মোটরসাইকেল কেনার আগে সবারই এক প্রশ্ন, ‘লিটারে কত যায়’? উত্তরটা যদি হয় ৫০০! তাহলে তো আঁতকে ওঠাটাই স্বাভাবিক। কিন্তু আঁতকে ওঠার মতো খবর তো এখনো বলাই হয়নি। এক লিটার তেল নয়, এক লিটার পানিতে ৫০০ কিলোমিটার যাবে মোটরসাইকেল!
হ্যাঁ, ঠিকই পড়েছেন। ব্রাজিলের সাও পাওলোর রিকার্ডো আজেভেদোর কাছে রয়েছে এমন একটি মোটরসাইকেল, যা কিনা এক লিটার পানিতে চলবে ৫০০ কিলোমিটার। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়া টুডে।
আজেভেদোর এই বাইকটির নাম ‘টি পাওয়ার এইচ ২০’। এটিতে রয়েছে একটি এক্সার্টানাল কার ব্যাটারি । আর সেই ব্যাটারি পানিকে ভেঙ্গে হাইড্রোজেন তৈরী করবে, আর সেই হাইড্রোজেনই মোটরসাইকেলের মূল জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে ।এর একটি ভিডিও প্রকাশ করেছে আরটি। সেখানে আজেভেদো দেখিয়েছেন, ময়লা পানিও এই মোটরবাইকের জ্বালানি হিসেবে অনায়াসে কাজ করবে।
পরিবেশবান্ধব মোটরবাইক হিসেবে এটি দৃষ্টি আকর্ষণ করেছে ব্রাজিলিয়ানদের। তাঁরা নিজেরাই আজেভেদোর এই বাইকটির প্রচারের দায়িত্ব নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩:৪৮:০৬ ৩৫২ বার পঠিত