সোমবার, ২৭ জুলাই ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
Home Page » ফিচার » এই মেঘ এই রোদ্দুর
এই মেঘ এই রোদ্দুর
এস এম রানা
ডুবে গেছে রাস্তাঘাট
থই থই পানি অলিগলিতে
বন্ধু আজ চল নৌ ভ্রমণ করি
এক শহর থেকে অন্য শহরে
ছাতাটা বরং উড়িয়ে দাও হাওয়ায়
বৃষ্টিতে ভিজে উপভোগ করি বর্ষাস্নাত সকাল।
এছাড়া আর উপায় কি বলো!
ওরা প্রতিনিয়তই বলে যাচ্ছে
এবারে নির্বাচনে আমাকে নির্বাচিত করলে
আপনাদের যাবতীয় সমস্যার করব সমাধান!
কিন্তু কই ওরা তো এসিতে বসে অফিস করছে আর
মার্সিডিসে চড়ে নীড়ে ফিরছে।
ওদের যাওয়া আসার পথগুলো বুঝি মার্বেল পাথর গালিচায় সাজানো।
ওরা কি আমাদের নিয়ে ভাবে বলো?
গরীবের দেহে পা মাড়িয়ে ওরা পথ হাঁটে……
ওদের পথ চেয়ে বসে থাকলে তো হবে না
চলো আজই চন্দন কাঠ দিয়ে একটা রাজকীয় ময়ূরপঙ্খী নৌকা বানাই
আমরা না হয় চড়লাম এবং সাথে ওদেরকেও নিমন্তন্ন করবো
বুঝিয়ে দিবো আমরাও কম নই ।
রাজপথে করবো আজ নৌবিহার……….
কি বন্ধুরা আসবে তো আমার ময়ূরপঙ্খী নৌকায়!!!!!!!
বাংলাদেশ সময়: ১২:২১:৫৬ ৩৪৮ বার পঠিত