রবিবার, ২৬ জুলাই ২০১৫
চীন থেকে আসছে ভুয়া আইফোন
Home Page » এক্সক্লুসিভ » চীন থেকে আসছে ভুয়া আইফোনসিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এক কোটি ৯৬ লাখ মার্কিন ডলার দামের ৪০ হাজারেরও বেশি আইফোন তৈরির অভিযোগ রয়েছে চীনের ওই ভুয়া আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তাদের কারখানায় ছয়টি অ্যাসেম্বল লাইন ও ১০ লাখেরও বেশি আইফোনের যন্ত্রাংশ পাওয়া গেছে।
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের বাজারে চীন থেকে তৈরি ভুয়া আইফোন পাওয়া গেলে এই বিষয়ে তদন্ত শুরু করে চীনা পুলিশ।
চীনের পুলিশের কর্মকর্তারা দাবি করেছেন, বিভিন্ন দেশ থেকে পুরোনো আইফোনের মাদারবোর্ডসহ যন্ত্রাংশ সংগ্রহ করে চীনের ওই প্রতিষ্ঠানটি। বেশ কিছু নকল যন্ত্রপাতি ও লোগোও তৈরি করে সেনঝেন শহরে। এ ছাড়াও, কয়েকশ কর্মী ভাড়া করে ভুয়া আইফোন তৈরি ও বিশ্বের বিভিন্ন দেশে তা সরবরাহ করে ভুয়া আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। (আইএএনএস)
বাংলাদেশ সময়: ১৮:১৬:১৬ ৩৩১ বার পঠিত