রবিবার, ২৬ জুলাই ২০১৫
মোস্তাফিজের বিশ্বরেকর্ড
Home Page » ক্রিকেট » মোস্তাফিজের বিশ্বরেকর্ডবঙ্গনিউজ ডটকমঃ যেকোনো প্রতিযোগিতার জন্য নতুন একটি প্রশ্ন তৈরি হলো। যা এত দিন ছিল না। সাধারণ জ্ঞানের প্রশ্নে এখন যে কেউ জিজ্ঞেস করতে পারেন ‘ওয়ানডে ও টেস্ট অভিষেক ম্যাচে ম্যাচসেরা কে হয়েছেন?’ ক্রিকেট ইতিহাসে বিরল এ কীর্তি গড়েন বিশ্বের মাত্র একজন ক্রিকেটার। নাম তার মোস্তাফিজুর রহমান।
ভারতের বিপে ওয়ানডে অভিষেকেই ৬ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তার বোলিং নৈপুণ্যে ওই ম্যাচে ভারতকে হারায় বাংলাদেশ। অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেন বাংলাদেশের এই তরুণ তুর্কি। আর এবার দণি আফ্রিকার বিপে টেস্ট অভিষেকেও ম্যাচ সেরার পুরস্কার জিতে দারুণ এক ইতিহাস গড়েন মোস্তাফিজ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটের ক্রিকেটে অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেন বাংলাদেশের কাটার খ্যাত এই বিস্ময় বালক।
চট্টগ্রামে বাংলাদেশ-দণি আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন মোস্তাফিজ। ৪ বলে নেন ৩ উইকেট। বৃষ্টিবিঘিœত এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে কোনো উইকেট পাননি তিনি। তবে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচসেরার পুরস্কার জেতেন।
মাশরাফির হাত ধরে ওয়ানডেতে চমক দেখান বাঁহাতি মোস্তাফিজ। মুশফিকের হাত ধরে টেস্টে। দণি আফ্রিকার বিপে প্রথম টেস্টেই ৪ উইকেট নিয়ে আবার লাইমলাইটে উদীয়মান এই ক্রিকেটার। ম্যাচসেরা পুরস্কার পাওয়ার পর সংবাদ সম্মেলনে আসেননি মোস্তাফিজ। তবে টাইগার দলপতি মুশফিকের বক্তব্যে ঘুরেফিরে এসেছে তার নাম। সংবাদ সম্মেলনে মোস্তাফিজ প্রসঙ্গে মুশফিকুর রহীম বলেন, ‘মোস্তাফিজকে নিয়ে আমি বেশ আশাবাদী। ও বুঝে গেছে যে টেস্টে উইকেট পেতে ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে হবে। প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে। আশা করি, এভাবে খেলতে থাকলে ওয়ানডের মতো টেস্টেও সাফল্য পাবে।’ মুশফিক আরো বলেন, ‘টেস্টের সঙ্গে তুলনা করলে ওয়ানডেতে উইকেট পাওয়া খানিকটা সহজ। উইকেটে যদি সাহায্য না পাওয়া যায় তাহলে টেস্টে উইকেট বের করা খুব কঠিন। আমার মনে হয় না ওয়ানডের মতো টেস্টেও প্রতি ম্যাচে ৫-৬টা উইকেট পাবে। যদি পেয়ে যায় তা খুবই ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি নিশ্চিত করে বলতে পারি, ও একটা স্ট্রাইক রেট মেইনটেইন করতে পারবে।’
বাংলাদেশ সময়: ১০:৩৯:০০ ৩৪০ বার পঠিত