রবিবার, ২৬ জুলাই ২০১৫
সাথীহারা- সালমা জেবীন চন্দ্রিকা
Home Page » সাহিত্য » সাথীহারা- সালমা জেবীন চন্দ্রিকাহায়রে অঙ্গীকার নিজেই জানো না কি বকছ!
মিছে ভালবাসার গান কেনো গাইছ?
হয়ত আমার ই দোষ বিশ্বাসের সাথে জুড়ে দিয়েছি তোমার ই নামটি
রং রুপ পাল্টাতে এতটুকুন নেই কার্পন্য তোমার, নেই কোন চোখের পর্দা, নেই লজ্জাবোধ।
হয়ত এমনি ছিলে যা বুঝিনি আমি কোন দিনও ;
কেন লিখছি এ লিখন, নাকি আমার লেখা মানা !
বুঝিবা তাই সুন্দরকে দেখতে চায়, কষ্টকে নয়।
আমিও তাই বলিনা কোন হৃদয়ের কথা
জীবনের সকল সাধ দেখিনি কারো আছে অবশিষ্ট
তথাপি ভাগ্যে জোটেনি খাঁটি প্রেমের পরশ খানি।
ভালই হলো বুঝে গেছি
আমি ছাড়া তোমার আছে ঢের
ছি ! এখনও কেন ভালবাসার শখ জাগে !
বাংলাদেশ সময়: ২:৩১:৫৩ ৫২৩ বার পঠিত