শনিবার, ২৫ জুলাই ২০১৫
নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে: খালেদা জিয়া
Home Page » প্রথমপাতা » নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে: খালেদা জিয়াবঙ্গনিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে এমন নয়। যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে।
আজ রাতে গুলশানে নিজের কার্যালয়ে সদ্য নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তবে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে এমন নয়। যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ জানে ক্ষমতা থেকে গেলে তারা আর সহজে ক্ষমতায় আসতে পারবে না। মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে জন্য তারা নির্বাচন দিতে চায় না।
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়। তিনি বলেন, জোর করে র্যাব-পুলিশ দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। জোর করে ক্ষমতায় থাকলে এর পরিণতি ভালো হয় না। তিনি বলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য বিএনপিসহ সব দলকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু বিএনপিকে শেষ করা যাবে না। বিএনপির ‘রুট’ মানুষের মনে। যত দিন এ ‘রুট’ থাকবে তত দিন বিএনপি টিকে থাকবে।
এ সময় খালেদা জিয়া আরও অভিযোগ করেন, দেশে রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ বন্ধ। বিরোধী পক্ষকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না। দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। এতে শুধু বিএনপি বা ২০ দলের নয়, সারা দেশেরই ক্ষতি হচ্ছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচিত সদস্যদের উদাহরণ দিয়ে বলেন, এ আইনজীবীরাও নির্বাচিত হয়েছেন। কিন্তু কিন্তু যারা দেশের ক্ষমতায়, তারাই অনির্বাচিত। তারা দেশকে শেষ করে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ২২:৪৫:২৪ ৩১৪ বার পঠিত