শনিবার, ২৫ জুলাই ২০১৫
বৃষ্টিতে বিলম্বিত পঞ্চম দিনের খেলা
Home Page » ক্রিকেট » বৃষ্টিতে বিলম্বিত পঞ্চম দিনের খেলাবঙ্গ-নিউজ ডটকম: চট্টগ্রাম- পূর্বাভাস অনুযায়ী শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। তবে সকাল সাড়ে ৯টার পর কমেছে বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টিও বন্ধ হয়েছে। তবে বাতাস বইছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এলাকায়। সকালের বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা এখনও শুরু হয়েনি। বিলম্বিত হচ্ছে পঞ্চম দিনের খেলা।শুক্রবার ম্যাচের চতুর্থ দিনে খেলা হয়নি। বৃষ্টির তীব্রতা কমলেও কখনোই পুরোপুরি বন্ধ হয়নি। প্রকৃতির কান্না চলতে থাকায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলাও। দুপুর দেড়টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬১ রান। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে আলোর স্বল্পতা ও পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ভ্যান জাইল ৩৩, এলগার ২৭ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের বিপরীতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩২৬ রান করেছিল। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেয়েছিল। তৃতীয় দিন শেষে দুই ওপেনারের দৃঢ়তায় বাংলাদেশের লিড ছোট করে এনেছে দক্ষিণ আফ্রিকা। তবে এখনও ১৭ রানে পিছিয়ে প্রোটিয়ারা।
বাংলাদেশ সময়: ১১:০৮:৪৯ ৩৪৮ বার পঠিত