রবিবার, ১২ জুলাই ২০১৫

ফোনকলে প্রতারণা, সাবধান!

Home Page » সারাদেশ » ফোনকলে প্রতারণা, সাবধান!
রবিবার, ১২ জুলাই ২০১৫



1436371738phone call mtnews24 300x200 ফোনকলে প্রতারণা, সাবধান!বঙ্গনিউজ ডটকমঃএকেক সময় একেক ধরনের প্রতারণা।  প্রতারকরা নতুন নতুন কৌশল অবলম্বন করে প্রতারণা করে যাচ্ছে।  ঈদকে ঘিরে রাজধানীসহ সারাদেশে এবার ছড়িয়ে পড়েছে ফোনকলের মাধ্যমে প্রতারণা।  গ্রামীণ, বাংলালিংক, রবি ও এয়ারটেলসহ বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করে একটি চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়তই।

প্রতারণার এ অভিনব পদ্ধতি অনেক আগে থেকে শুরু হলেও ঈদকে কেন্দ্র করে এর মাত্রা বাড়িয়ে বঙ্গনিউজ ডটকমঃদিয়েছে প্রতারক চক্রটি।  দেশের প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতারণা করে যাচ্ছে তারা।

জানা গেছে, প্রতারক চক্রটি যেকোনো কোম্পানির সিম থেকে নাম-ঠিকানা না জানা ব্যক্তিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে থাকে।  চক্রটি যাদের ফোন দেয় প্রথমে বোঝার চেষ্টা করে আসলে তারা কোন শ্রেণীর মানুষ।
অবস্থা বুঝে তাদের ওপর অপকৌশল প্রয়োগের চেষ্টা করে।

অভিযোগ রয়েছে, ফোন রিসিভ করা ব্যক্তি সমাজের আইকোনিক মেম্বার হলে তাকে কোম্পানি থেকে লটারিতে ২৫ লাখ পেয়েছেন বলে জানিয়ে দেয় চক্রটি।  এই টাকা পেতে হলে যে নাম্বার দিয়ে ফোন দেয়া হয়েছে সেই নাম্বারে লটারিতে পাওয়া টাকার ১ শতাংশ বিকাশ করার কথা বলে তারা।

যেসব সিম কোম্পানির নাম ব্যবহার করে চক্রটি সেগুলোর মধ্যে রয়েছে রবি, বাংলালিংক ও গ্রামীণ।  চক্রটি অভিনব প্রতারণার মাধ্যমে প্রতিনিয়তই সাধারণ মানুষের কাছ থেকে বিশাল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য, যে সিমগুলো প্রতারক চক্রটি ব্যবহার করে সেগুলো একবারই ব্যবহার হয়।  এ ধরনের সিম থাকে রেজিস্ট্রেশনবিহীন।  যার কারণে তাদের আটক করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।  প্রতারণার ফাঁদ থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে হলে সিম কোম্পানিগুলোর সহযোগিতা দরকার। রেজিস্ট্র্রেশন ছাড়া সিম বিক্রি না করা হলে প্রতারক চক্র এ ধরনের প্রতারণা করার সাহস পাবে।  রেজিস্ট্রেশন করা সিমে এ ধরনের প্রতারণা করলে সহজেই ধরা পড়ে যাবে।

বাংলাদেশ সময়: ৫:২১:৫৭   ২৫৭ বার পঠিত