রবিবার, ১২ জুলাই ২০১৫

ক্রিকেট তারকা এখন ক্ষেত মজুর!

Home Page » ক্রিকেট » ক্রিকেট তারকা এখন ক্ষেত মজুর!
রবিবার, ১২ জুলাই ২০১৫



1436605265 300x189 বিশ্বখ্যাত যে ক্রিকেট তারকা এখন ক্ষেত মজুর!বঙ্গনিউজ ডটকমঃ১৯৯৮ সালের ক্রিকেট বিশ্বকাপের তারকা ছিলেন তিনি। তত্‍‌কালীন ভারতের রাষ্ট্রপতি কে আর নারায়ণান-এর কাছ থেকে পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু যে অল রাউন্ডার ১৯৯৮ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতকে সেমি ফাইনালে নিয়ে যান, তিনি এখন খেলার মাঠ থেকে বহু ক্রোশ দূরে। তাঁর বর্তমান পেশা মহিষ চড়ানো এবং ক্ষেতে টুকটাক কাজ করা। এই করেই কোনও ক্রমে দিন গুজরান হয় এককালীন ক্রিকেট তারকার।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের ট্র্যাক রেকর্ডও তারিফযোগ্য। ১২৫টি ম্যাচে ৩১২৫ রান, ১৫০টা উইকেট। এখনও পর্যন্ত ইনিই ভারতের সব থেকে বেশি সংখ্যক উইকেট শিকারি। তাঁর প্রতিবন্ধকতা তাঁর সাফল্যের মাঝে আসতে পারেনি। হ্যাঁ, ভালাজি দামোর মোট আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিন্তু জীবনের স্লগ ওভারে পৌঁছে আর ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর। তাই তো দৃষ্টিহীনদের জন্যে বিশ্বের প্রথম ওয়ার্ল্ড কাপে যিনি ভারতকে সেমি ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিলেন, তিনি এখন ক্ষেতের মাটি মেখে কোনও ক্রমে দিন কাটান। দারিদ্র এখন তাঁর নিত্যসঙ্গী।

ভালাজি দামোর-এর স্বপ্ন ছিল বিশ্বকাপে ওই রকম পারফর্ম্যান্সের পরে ভালো চাকরির অফার আসবে তাঁর কাছে। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। হ্যান্ডিক্যাপড অথবা স্পোর্টস কোটায় চাকরির পরিবর্তে তাঁর বরাতে জুটেছিল গুজরাত সরকারের তরফে একটি মানপত্র।

1436605329 300x173 বিশ্বখ্যাত যে ক্রিকেট তারকা এখন ক্ষেত মজুর!

একটা সময় ছিল যখন দলে তাঁর সঙ্গীরা তাঁকে শচিন টেন্ডুলকার নামে ডাকতেন। কিন্তু আজ তাঁর হাতে ক্রিকেট ব্যাট নয়, রয়েছে হাল। আরাবল্লী জেলার পিপরানা গ্রামে এক একর জমিতে ভাইয়ের সঙ্গে ভাগাভাগি করে ক্ষেতে চাষ করেন ভালাজি। মাঝেমধ্যে আবার অভাব মেটাতে কাজ করতে হয় অন্যের জমিতেও।

পরিবারে যাতে দু’বেলা খাবার পায় তাই ভালাজি-র স্ত্রীও ক্ষেতে দিন মজুরের কাজ করেন। ঘরের ছাদ থেকে টাইল খসে পড়া চারদেওয়ালে এখনও ম্লান উপস্থিতি বিগত দিনের এক স্টার ক্রিকেটারের পাওয়া নানা পুরস্কার ও মানপত্র-এর। –

বাংলাদেশ সময়: ৫:১৯:৩৬   ২৬২ বার পঠিত