শুক্রবার, ১০ জুলাই ২০১৫
রেকর্ড গড়বে নতুন আইফোন!
Home Page » এক্সক্লুসিভ » রেকর্ড গড়বে নতুন আইফোন!বঙ্গনিউজ ডটকমঃ এ বছরের শেষ নাগাদ আবার নতুন আইফোন তৈরি শুরু করতে যাচ্ছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক উৎপাদন পর্যায় শুরু করতে বিশাল প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপল কর্তৃপক্ষ ডিসপ্লে নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এবারে সাড়ে আট থেকে নয় কোটি ইউনিট চার দশমিক সাত ও পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লের ফরমায়েশ দিয়েছে।
গত বছরে বাজারে আসা আইফোন ৬ ও ৬ প্লাসের ক্ষেত্রে সাত থেকে আট কোটি ইউনিট ফরমায়েশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। সেই হিসেবে এবারে সবচেয়ে বেশি ফরমায়েশ দিচ্ছে অ্যাপল।
নতুন আইফোনে ফিচার হিসেবে ফোর্স টাচ প্রযুক্তি থাকতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা এই প্রযুক্তিতে হালকা চাপ ও বেশি চাপের পার্থক্য ধরতে পারবে ফোন।
গত মাসে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ফোর্স টাচ প্রযুক্তির আইফোন তৈরির প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। অ্যাপল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কেনে। এখন বাজারে থাকা আইফোন ৬ এর মতো রেজুলেশন ও একই মাপের ডিসপ্লে থাকবে পরবর্তী আইফোনে।
গত বছরে আইফোন অ্যাসেম্বল করার দায়িত্ব পেয়েছিল হোন হাই প্রিসিসন ইন্ড্রাস্টি ও পেগাট্রন করপোরেশন। এবারে তাদের সঙ্গে যুক্ত হচ্ছে তাইওয়ানের উইসট্রন করপোরেশন। হোন হাই ফক্সকন হিসেবেও পরিচিত বর্তমানে আইফোন তৈরির জন্য লোক নিয়োগ করছে।
অবশ্য নতুন আইফোন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৪ ৩৮৪ বার পঠিত