শুক্রবার, ১০ জুলাই ২০১৫
দ্রুতগতির চিপ উদ্ধাবন করেছে আইবিএম
Home Page » বিবিধ » দ্রুতগতির চিপ উদ্ধাবন করেছে আইবিএম
বঙ্গনিউজ ডটকমঃশক্তিশালী ও দ্রুতগতির চিপ উদ্ভাবন করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন বা আইবিএম। এটি স্মার্টফোন থেকে শুরু করে নভোযান সবখানেই ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আইবিএম দাবি করেছে, চিপটি স্মার্টফোন থেকে শুরু করে স্পেসক্রাফট পর্যন্ত সব ধরনের যন্ত্রের কম্পিউটিংয়ের শক্তি বাড়াবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আইবিএমের তৈরি চিপটি প্রথম সাত ন্যানোমিটারের চিপ যার মধ্যে ২০ বিলিয়ন ক্ষুদ্র সুইচ বা ট্রানজিস্টর রয়েছে। এগুলো কম্পিউটিংয়ের পাওয়ার বাড়াতে সাহায্য করে।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, নতুন এই চিপটি ভবিষ্যতের ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটা সিস্টেমের চাহিদা মেটাতে সক্ষম হবে।
স্যামসাং, গ্লোবাল ফাউন্ড্রিস ও স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের গবেষকেরা এই চিপ উদ্ভাবনের সঙ্গে যুক্ত ছিলেন। এই চিপ উদ্ভাবনে ৩০০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে।
গবেষকেরা বলছেন, এখনকার পিসি ও অন্যান্য যন্ত্রে ব্যবহূত চিপগুলোতে ১৪ থেকে ২১ ন্যানোমিটারের মাইক্রোপ্রসেসর ব্যবহূত হয়। নতুন প্রযুক্তিতে বর্তমান চিপগুলোর চেয়ে ৫০ শতাংশ শক্তিশালী হবে আইবিএমের এই চিপটি।
বাংলাদেশ সময়: ১৪:০৪:১৮ ২৭১ বার পঠিত