শুক্রবার, ১০ জুলাই ২০১৫
দ্বিতীয় দিনেও ট্রেনের টিকিট বিক্রি চলছে
Home Page » সারাদেশ » দ্বিতীয় দিনেও ট্রেনের টিকিট বিক্রি চলছেবঙ্গনিউজ ডটকমঃপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি চলছে। শুক্রবার আগামী ১৪ তারিখের টিকেট দেয়া হচ্ছে। কাঙ্ক্ষিত টিকিটের আসায় বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর রেলওয়ে স্টেশনে কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে আছে শত শত মানুষ।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান বলেছেন, প্রতিদিন কমলাপুর স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের ১৮ হাজার টিকেট বিক্রি করা হবে। এছাড়া চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশন থেকেও অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে। রেলওয়ে কর্মকর্তাগণ টিকেট বিক্রি তদারকি করছেন।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের সময় যাত্রীদের সুবিধার্থে চলমান ট্রেনগুলোর সাথে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। ইতোমধ্যেই কোচগুলো সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে কারখানায় সংস্কার ও মেরামত করা হয়েছে।
শনিবার ১৫ জুলাইয়ের যাত্রার টিকেট বিক্রি করা হবে। এছাড়া রবিবার ১৬ জুলাইয়ের এবং সোমবার ১৭ জুলাইয়ের যাত্রার টিকেট বিক্রি করা হবে
বাংলাদেশ সময়: ১৪:০০:২৪ ২২৪ বার পঠিত