বৃহস্পতিবার, ৯ জুলাই ২০১৫
মুক্তিযোদ্ধার আত্মহত্যা অভিযোগ অস্বীকার সচিবের, তদন্তের আশ্বাস মন্ত্রীর
Home Page » প্রথমপাতা » মুক্তিযোদ্ধার আত্মহত্যা অভিযোগ অস্বীকার সচিবের, তদন্তের আশ্বাস মন্ত্রীরবঙ্গ নিউজ ডট কমঃ অভিযোগ অস্বীকার সচিবের, তদন্তের আশ্বাস মন্ত্রীররাজধানীর আবাসিক হোটেলে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হন্নানকে অভিযুক্ত করেছেন আরো এক মুক্তিযোদ্ধা। তার কাছে কোনো কাজে গেলে প্রায়ই অসদাচরণ করেন বলেও অভিযোগ তার।
আত্মহননের আগে মুক্তিযোদ্ধা আইয়ুব একটি চিরকুটে সচিবকে মৃত্যুর জন্য দায়ী করেন। এতে বলা হয়, সচিব এম এ হান্নান ঘুষ ও উপঢৌকন নিয়েও তার কাজ করে দেননি, উল্টো গলাধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন।
এদিকে, সংশ্লিষ্ট মন্ত্রী এবং অভিযুক্ত সচিব বিষয়টিকে অস্বীকার করেছেন। তাদের দাবি চিরকুটে উল্লিখিত জেলা মুক্তিযোদ্ধা কমান্ড গঠনের বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত। সচিবের দাবি, তিনি চট্টগ্রামের ওই মুক্তিযোদ্ধাকে চেনেন না। তবে, বিষয়টিকে খতিয়ে দেখা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মুক্তিযোদ্ধা নুর হোসেন বলেন, সচিবের অসদাচরণের জন্য আমাদের মুক্তিযোদ্ধা ভাই ইন্তেকাল করেছেন। এই সচিব প্রায়ই অসদাচরণ করে থাকেন। তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের ব্যবস্থা নেয়া উচিত।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান বলেন, অসদাচরণ করার কোন প্রশ্নই ওঠে না। কখনোই তা করা হয়নি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, আমার মন্ত্রণালয়ের সচিবকে অত্যন্ত সৎ বলে জানি। তার দ্বারা এ ধরণের কাজ হতে পারে না। তবে এটি তদন্ত করা হবে। আর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের গঠনতন্ত্রের উপর মন্ত্রণালয়ের কোন হস্তক্ষেপ নেই।
বাংলাদেশ সময়: ১৭:৩০:২৯ ২৬৭ বার পঠিত