বৃহস্পতিবার, ৯ জুলাই ২০১৫
খালেদার বিচারে ট্রাইব্যুনাল গঠন করবে সরকার : প্রধানমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » খালেদার বিচারে ট্রাইব্যুনাল গঠন করবে সরকার : প্রধানমন্ত্রীবঙ্গনিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পেট্রলবোমা হামলার নির্দেশ দানকারী আখ্যা দিয়ে তিনি (খালেদা জিয়া) ও তার সহযোগিসহ সকল অপরাধীদের নামে দায়েরকৃত মামলাগুলো বিচার করার জন্য সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ২৭ ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল গঠণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সাথে প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলার মামলার মধে গুরুত্বপূর্ণ মামলাসমূহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। পেট্রলবোমা হামলার প্রতিটি ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এ সকল মামলার তদন্ত সুষ্ঠ’ ও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তা যথাযথভাবে প্রতিপালনের বিষয়টি মনিটর করা হচ্ছে।
সংসদে প্রশ্নোত্তরে আজ সংরক্ষিত মহিলা আসনের সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।
প্রধানমন্ত্রী আরো বলেন, উক্ত ট্রাইব্যুনাল গঠিত না হওয়া পর্যন্ত এই আইনের অধীন অপরাধ সমুহের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জন্য দায়রা জজ বা দায়রা জজ কর্তৃক অতিরিক্ত দায়রা জজের নিকট স্থানান্তরিত হবার ক্ষেত্রে, অতিরিক্ত দায়রা জজকে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াত জোট নেত্রী বেগম খালেদা জিয়ার হুকুমে এ বছর ৫ জানুয়ারি হতে চলমান হরতাল ও অবরোধকালীন এবং পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ৬ জনসহ পেট্রোল বোমা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মোট ১৩৪ জনকে হত্যা করা হয়।
এ প্রসঙ্গে তিনি অন্যান্য ক্ষয়ক্ষতির উল্লেখ করে নিহত ও আহতদের পরিবারের সহায়তা প্রদানের পরিসংখ্যান উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৩ ৩৩২ বার পঠিত