বুধবার, ৮ জুলাই ২০১৫
ইনু গণতন্ত্রের শত্রু , বললেন নোমান
Home Page » প্রথমপাতা » ইনু গণতন্ত্রের শত্রু , বললেন নোমানবঙ্গনিউজ ডটকমঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গণতন্ত্রের শত্রু আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান তার (ইনুর) বক্তৃতায় উস্কানিমূলক বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন।
বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়ে সরকারের আস্থা অর্জন করে মন্ত্রীত্ব রক্ষার যে চেষ্টা ইনু করছেন তা বুমেরাং হয়ে যেতে পারে।
‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ইনু জনগণের ভোটে ইউপি মেম্বারও হতে পারবে না’ বলেও এ সময় মন্তব্য করেন আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, যারা দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শকে জলাঞ্জলি দিয়ে মন্ত্রীত্ব রক্ষার জন্য সরকারের পদলেহন করে দেশনেত্রী খালেদা জিয়াকে আক্রমন করে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন তারা ইতিহাসের খলনায়ক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে যাচ্ছেন। এসব খলনায়কদের একদিন জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি হতে হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন নবলেন, যারা বিএনপি দুর্বল হয়ে গেছে বলে প্রচার করছেন তাদের পায়ের নিচে মাটি নেই। সরকারের অভ্যন্তরে অশান্তির আগুন জ্বলছে। অশান্তির আলামত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের উদারপন্থি অনেক নেতা সরকারের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে দলের মধ্যে উগ্রপন্থিদের রোষানলের শিকার হচ্ছেন।
বিএনপির সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খাঁন, সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম, পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, দক্ষিণ জেলা বিএনপি নেতা ইফতেখার মহসিন, মোস্তাক খান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের, সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
বাংলাদেশ সময়: ২০:৫০:৫৬ ৩১৫ বার পঠিত