বুধবার, ৮ জুলাই ২০১৫
৩৫ বছরের বর ৬ বছরের কনে!
Home Page » এক্সক্লুসিভ » ৩৫ বছরের বর ৬ বছরের কনে!বঙ্গনিউজ ডটকমঃ ৩৫ বছরের বরের সঙ্গে ছয় বছরের কনের বিয়ে! অবিশ্বাস্য হলেও ভারতের রাজস্থানে সম্প্রতি এমন একটি বিয়ের ঘটনাই ঘটেছে। ২৩ জুন চিতোরগড়ের গাংরা গ্রামের কোনো এক মন্দিরে ৩৫ বছরের রতনলাল জাঠ তার সম্প্রদায়ের ৬ বছর বয়সী এক শিশুকে বিয়ে করেন।
পুলিশ ঠিকই খবর পেয়ে আটক করে রতনলালকে। এ বিষয়ে গাংরার পুলিশ পরিদর্শক জ্ঞানেন্দ্র সিং বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বিয়ের ছবি ছড়িয়ে পড়লে ঘটনা তদন্তে একটি দল পাঠানো হয়। পরে সত্যতা নিশ্চিত হলে রতনলালকে ‘বাল্যবিবাহ প্রতিরোধ আইন-২০০৬’ এর অধীনে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, রাজস্থানের এই সম্প্রদায়ের মধ্যে এ ধরনের বিয়ের রেওয়াজ আছে। তাই প্রতিবেশীরাও বিয়ে বন্ধের চেষ্টা করেনি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকায় জমুনি বাই (৫১) নামের আরও একজনকে খুঁজছে পুলিশ। এ বিয়ের ঘটক নাকি তিনি-ই ছিলেন। শুধু এ বিয়েই নয়, গাংরায় এমন আরও বাল্যবিয়ের ঘটকালিও তিনি করে থাকেন। এ ধরনের বিয়ের ক্ষেত্রে তিনি মোটা অংকের ফি-ও নিয়ে থাকেন। সূত্রঃ সকালের বার্তা
বাংলাদেশ সময়: ১৪:৩৪:১৯ ৪৮৪ বার পঠিত