শনিবার, ২৫ মে ২০১৩
শিরোপায় চোখ বায়ার্ন-ডর্টমুন্ডের
Home Page » খেলা » শিরোপায় চোখ বায়ার্ন-ডর্টমুন্ডেরবঙ্গ-নিউজ ডটকমঃ চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথমবারের মতো অল জার্মান ফাইনালে শনিবার ওয়েম্বলি মাতাবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। গত তিন বছরে দুবার শিরোপার কাছে গিয়েও ব্যর্থ বায়ার্নই ফেভারিট। তবে চেনা প্রতিপক্ষকে হতাশ করতে মরিয়া হয়ে আছে বরুসিয়াও।
দুদলই আধিপত্য দেখিয়ে শিরোপার লড়াইয়ে মুখোমুখি। শেষ চারের দুই লেগে ৭-০ গোলে বিশ্ব ফুটবলে বার্সেলোনার দাপট মাটিতে মিশিয়ে দিয়েছে বায়ার্ন। আর দ্বিতীয় লেগে হেরে গেলেও আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে বরুসিয়া।
চারবারের চ্যাম্পিয়ন বায়ার্ন এবার শিরোপা জয়ে একাট্টা। অন্তত গতবার ঘরের মাঠে চেলসির কাছে শিরোপা না পাওয়ার হতাশা মুছে ফেলতে চায় তারা। দুইবার চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে গিয়েও ব্যর্থ ফ্রাঙ্ক রিবেরি এবার সফল হতে মরিয়া,‘ইন্টারের কাছে হার মানা কঠিন ছিল। কিন্তু গতবারের হারটি মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়েছে। চেলসির কাছে হেরে যাওয়া ছিল বড় একটি ধাক্কা। এবার আমরা আর খালি হাতে ফিরতে চাই না। জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করব। তবে বরুসিয়া ডর্টমুন্ডকেও হালকা চোখে দেখলে হবে না।’
এনিয়ে দশমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নির্ধারণীতে নামছে বায়ার্ন। অভিজ্ঞতায় তারা ফেভারিট হলেও প্রতিপক্ষকে হালকা করে নেয়ার সুযোগ নেই। ১৯৯৭ সালে জুভেন্টাসকে হারিয়ে একমাত্র শিরোপাজয়ী ডর্টমুন্ড সেরা খেলোয়াড় মারিও গোৎজেকে চোটের কারণে না পেলেও আত্মবিশ্বাসী। ২০১২ সালে গোৎজেকে ছাড়াই বায়ার্নকে ২-৫ গোলে হারিয়ে জার্মান কাপ ফাইনাল জিতেছিল তারা। দলের গোলরক্ষক রোমান ওয়েডেনফেলার ওই ঘটনাই তুলে ধরলেন,‘না বললেই নয়, গোৎজেকে পেলে ভালোই হতো। তবে সবাই তার উপরই শুধু ভরসা করে না। ২০১২ সালের জার্মান কাপ শিরোপা জয়ের ম্যাচে ও কিন্তু খেলেনি।’
যাই হোক, বায়ার্ন কোচ হুপ হেইঙ্কেসের জন্য একটি রেকর্ড অপেক্ষা করছে এই ম্যাচে। ১৯৯৮ সালে রিয়াল মাদ্রিদকে সপ্তম চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন তিনি। পেপ গার্দিওলাকে দায়িত্ব দিয়ে যাওয়ার আগে শেষ ম্যাচে সফল হলে চতুর্থ কোচ হিসেবে দুটি দলের সঙ্গে এই শিরোপা জয়ের দুর্লভ মর্যাদা পাবেন হেইঙ্কেস।
বাংলাদেশ সময়: ১২:৫৫:৩৯ ৫০৫ বার পঠিত