মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫
বিয়ে সম্পন্ন শাহিদ-মীরার
Home Page » বিনোদন » বিয়ে সম্পন্ন শাহিদ-মীরারবঙ্গনিউজ ডটকমঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পীড়িতে বসলেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। আজ দিল্লির গুরগাঁওতে মীরা রাজপুতের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন শহীদ।
দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল তাদের বিয়ের কার্ড। সেখানে ছিল শহীদের বাবা পঙ্কজ কাপুর ও দুই মা নীলিমা আজিম এবং সুপ্রিয়া পাঠকের নাম। কোনও উপহার না আনার অনুরোধও করেছিলেন শহীদের পরিবার সেই কার্ডে। আমন্ত্রণ পত্রের সঙ্গে তারা নিমন্ত্রিতদের জন্য উল্টো উপহার পাঠিয়েছিলেন। অনেকটা ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় আজকের বিয়ের অনুষ্ঠান। একান্ত বন্ধ-বান্ধব ও ঘনিষ্ঠ কিছু লোকজন উপস্থিত ছিলেন এতে।
বিয়ে সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পর উপস্থিত সংবাদিকদের সম্মুখে নববধূকে সাথে নিয়ে উপস্থিত হন শহীদ কাপুর। বিয়ে দিল্লিতে হলেও আগামী ১২ জুলাই মুম্বাইতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড রিসেপশন।
বাংলাদেশ সময়: ১৯:৫৯:২২ ৩৩৩ বার পঠিত