মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫

‘জঙ্গি’ আখ্যা দিয়ে হুমকি পারনেলকে

Home Page » ক্রিকেট » ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হুমকি পারনেলকে
মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫



02_242166.jpgবঙ্গনিউজ ডটকমঃসংশ্লিষ্টদের তাঁকে দেখে ভীষণ ধর্মপ্রাণ এক মুসলিমই মনে হচ্ছে। বাংলাদেশ সফরে এসেও রোজা রাখছেন আরো বছর চারেক আগে ধর্মান্তরিত হওয়া ওয়েইন পারনেল। প্রতিদিন ভোররাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সেহরিতে দক্ষিণ আফ্রিকা দলের এ বাঁহাতি পেসার নিয়মিত মুখ। ইফতারও সারছেন হোটেলেই। কিন্তু ইসলামী জীবনাচারে অভ্যস্ত হয়ে ওঠা পারনেলকে ঢাকায় খুব তিক্ত এক অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হলো। হোটেলে তাঁর রুমে ফোন করে অজ্ঞাতনামা কেউ একজন তাঁকে ‘জঙ্গি’ আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে হুমকি দিয়েছেন প্রোটিয়া এ পেসারকে দেখে নেওয়ারও।

যে ঘটনা নিয়ে এখন ভেতরে ভেতরে খুব তোলপাড়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা এই ভেবেও আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন যে নিরাপত্তা বিঘ্নের এমন ঘটনাকে দক্ষিণ আফ্রিকা শিবির খুব বড় ইস্যুও বানিয়ে ফেলেনি। অন্তত এ ঘটনা নিয়ে বেঁকে বসার কোনো মনোভাব না থাকলেও তাঁদের উদ্বেগ আছে। যে উদ্বেগ দূর করার জন্য নিরাপত্তা ব্যবস্থা যেমন আরো জোরদার করা হয়েছে, তেমনি হুমকিদাতাকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর রয়েছে বলে জানিয়েছেন বিসিবির নিরাপত্তা উপদেষ্টা মেজর (অব.) হোসেন ইমাম, ‘ঘটনার পরপরই ডিজিএফআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে। কে, কোথা থেকে পারনেলকে ফোন করেছিলেন, তাঁরা সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন।’

'জঙ্গি' আখ্যা দিয়ে হুমকি পারনেলকে

৫ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পথে রওনা দেওয়ার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সকাল ১১টায় হোটেল থেকে টিম বাস ছাড়ে। হোটেলের লবিতে নেমে আসার জন্য পারনেল যখন তৈরি হচ্ছিলেন, তখনই তাঁর রুমের ফোন বেজে ওঠে। রিসিভার তুলতেই ওপার থেকে কেউ একজন এ পেসারকে যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করতে শুরু করেন। এমনকি তাঁকে ‘জঙ্গি’ও বলা হয়। পাশাপাশি তাঁকে দেখে নেওয়ার হুঙ্কারও ছাড়া হয়। আতঙ্কগ্রস্ত পারনেল আর কথা না বাড়িয়ে তড়িঘড়ি হোটেলের লবিতে নেমে এসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

এর পরপরই ব্যস্ত হয়ে ওঠে গোয়েন্দা সংস্থাগুলোও। টেলিফোনে অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে ওয়েইন পারনেলের কথোপকথনের বিস্তারিত জানাতে গিয়ে বিসিবির নিরাপত্তা উপদেষ্টা বললেন, ”পারনেলকে নাকি বলা হয়েছে, ‘মুসলমানের ছদ্মবেশে আপনারা (দক্ষিণ আফ্রিকা দলে ম্যানেজার মোহাম্মদ মোসাজি ও নিরাপত্তা কর্মকর্তাসহ আরো কয়েকজন মুসলিমও রয়েছেন) আসলে একেকজন জঙ্গি। আপনারা বাংলাদেশে এসেছেন জঙ্গি তৎপরতা চালাতে। দাঁড়ান, আপনাদের আমরা দেখে নিচ্ছি। সাহস থাকলে লবিতে নেমে আসুন।’ ম্যাচ খেলতে যাওয়ার আগে টেলিফোনে এসব কথা শোনার পর পারনেল খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন।”

এরপর অবশ্য মাঠে গিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন এ পেসার। ২.৫ ওভার বোলিং করে ১২ রান খরচায় বাংলাদেশের শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানের উইকেটটিও নিয়েছেন তিনি। ম্যাচ খেলতে যাওয়ার আগে পারনেলের কাছে ফোন একটি টিঅ্যান্ডটি নম্বর থেকে এসেছিল বলেও নিশ্চিত করেছেন হোসেন ইমাম, ‘মোবাইল থেকে ফোনটি করা হয়নি। একটি টিঅ্যান্ডটি নম্বর থেকে হোটেলের নম্বরে ফোন করা হয় প্রথমে। এরপর পিএবিএক্সের মাধ্যমে পারনেলের রুমে কল ট্রান্সফার করতে অনুরোধ করা হয়।’

এ ক্ষেত্রে কর্তব্যে অবহেলাও দেখতে পেয়েছেন বিসিবির নিরাপত্তা উপদেষ্টা, ‘আমাদের তরফ থেকে পরিষ্কার দিকনির্দেশনা দেওয়া আছে যে কোনো কল যাতে সরাসরি ক্রিকেটারদের রুমে ট্রান্সফার করা না হয়। বলা আছে, হোটেলে ফোন করে কেউ কোনো ক্রিকেটারকে চাইলে যেন আগে তাঁর অনুমতি নিয়ে তবেই কল ট্রান্সফার করা হয়। কিন্তু পারনেলের ক্ষেত্রে সেই নিয়মটি হোটেলের টেলিফোন অপারেটর মানেননি। তিনি সরাসরি রুমে কল ট্রান্সফার করে দেওয়াতেই এমন অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটল।’

- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2015/07/07/242166#sthash.SWC1EHSd.dpuf

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৬   ৩১০ বার পঠিত