সোমবার, ৬ জুলাই ২০১৫

‘ইন্টারনেটের শত্রু’

Home Page » এক্সক্লুসিভ » ‘ইন্টারনেটের শত্রু’
সোমবার, ৬ জুলাই ২০১৫



1b82308684bacfe9d1130390654f55fd-team.jpgবঙ্গনিউজ ডটকমঃজনগণের ওপর সরকারকে নজরদারিতে সাহায্য করায় ‘ইন্টারনেটের শত্রু’ তকমা পাওয়া ইতালির নিরাপত্তা ফার্ম ‘হ্যাকিং টিম’ নিজেই হ্যাকিংয়ের শিকার হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে নজরদারির সফটওয়্যার বিক্রির ইতিহাস রয়েছে এই প্রতিষ্ঠানটির। এই প্রতিষ্ঠানটির তৈরি ‘দ্য ভিঞ্চি’ সফটওয়্যারটি নজরদারির সফটওয়্যার হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। 
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকিং টিমকে কে বা কারা হ্যাক করেছে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে হ্যাকিং টিমের কাছ থেকে হ্যাক হওয়া ৪০০ জিবির টরেন্ট ফাইল এখন জনগণের জন্য উন্মুক্ত হয়ে গেছে। মেগা ডটকমে হ্যাকিং টিমের অভ্যন্তরীণ তথ্য, পণ্যের সোর্স কোড ও ইমেইল আর্কাইভ রয়েছে।
প্রাইভেসি নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো হ্যাকিং টিমের বিরুদ্ধে প্রচারণা চালায়। রিপোর্টার্স উইদাউট বর্ডার ইতালির এই প্রতিষ্ঠানটিকে ইন্টারনেটের শত্রু সুচকে স্থান দিয়েছে।
হ্যাকিং টিমের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা এর নজরদারি করার সফটওয়্যার ‘দ্য ভিঞ্চি’ নিয়ে। এই সফটওয়্যারটি ইমেইল, ফাইল, আইপি কলের এনক্রিপশন প্রযুক্তি ভাঙতে ব্যবহার করা হয় বলে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করেন। অবশ্য দীর্ঘদিন ধরেই ‘আপত্তিকর সফটওয়্যার’ কোনো অস্থিতিশীল কোনো দেশের সরকারের কাছে বিক্রি করছে না বলে দাবি করে আসছে প্রতিষ্ঠানটি। 
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, হ্যাকিং টিমের সফটওয়্যারের ক্রেতা তালিকায় সৌদি আরব, কাজাখস্তান, মিশর, রাশিয়া, সুদান, ইথিওপিয়া, মরক্কো, নাইজেরিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, হন্ডুরাস, মেক্সিকো, পানামা, যুক্তরাষ্ট্র, আজারবাইজান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, উজবেকিস্তান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লুক্সেমবার্গ, পোল্যান্ড, সুইজারল্যান্ড, বাহরাইন, ওমান ও ইউএই’র নাম রয়েছে। 
সিএসও অনলাইন নামের একটি প্রযুক্তি বিষয়ক সাইটে হ্যাকিং টিমের হ্যাক হওয়ার ঘটনা প্রথম প্রকাশ করে। ওই সাইটের প্রতিবেদনে বলা হয়, হ্যাকিং টিমের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করে নেয় হ্যাকাররা। এ ছাড়াও এই প্রতিষ্ঠানের কর্মীদের তথ্যও তাঁরা ফাঁস করেছে। হ্যাকিং টিমের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান পোজ্জির ব্যক্তিগত তথ্যও ফাঁস করেছে হ্যাকাররা। 
এদিকে, হ্যাকিং টিমের তথ্য সংবলিত টরেন্ট ফাইল ছড়ানো রোধ করতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পোজ্জি। টুইটারে তিনি হ্যাকিংয়ের ফলে ছড়িয়ে পড়া তথ্যকে বিশ্বাস না করতে সকলকে পরামর্শ দিচ্ছেন। 
পোজ্জি বলেন, ‘আমরা জেগেছি। যারা এ ঘটনায় দায়ী তাদের গ্রেপ্তার করা হবে। আমরা পুলিশের সাহায্য নিচ্ছি। আপনার যা দেখবেন তাই বিশ্বাস করবেন না। আক্রমণকারীরা যা ছড়াচ্ছে বা দাবি করছে তা সত্য নয়। আমাদের কোম্পানি সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।’ 
‘ইন্টারনেটের শত্রু’ তকমা পাওয়া হ্যাকিং টিমের তথ্য এখন বিশ্লেষণে নেমে পড়েছেন বিশ্লেষকেরা। তাতে দেখা গেছে, এতে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও স্পর্শকাতর অনেক তথ্যই রয়েছে ওই ফাইলে। ৪০০ গিগাবাইটের ওই ফাইল ঘাঁটলে হয়তো অনেক অজানা তথ্যই বের হয়ে আসবে বলে মনে করছেন প্রযুক্তি বিষয় বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময়: ২১:৪৭:০৬   ৩৯৬ বার পঠিত