রবিবার, ৫ জুলাই ২০১৫
বাজে ভাবে হারার জন্য মাশরাফি যাকে দায়ী করলেন
Home Page » আজকের সকল পত্রিকা » বাজে ভাবে হারার জন্য মাশরাফি যাকে দায়ী করলেনবঙ্গনিউজ ডটকমঃ বিশ্বকাপের পর থেকে একের পর এক ম্যাচ জিতে আসছে বাংলাদেশ। সম্প্রতি দেশের মাটিতে বিশ্বসেরা দল ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ করছে। কিন্তু আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুর মাঠে এতো বাজে ভাবে হারার কারণটা কি? ম্যাচ শেষে সেটাই ব্যাখ্যা করছেন বাংলাদেশ কাপ্তান মাশরাফি মর্তুজা।
মাশরাফির মতে, উইকেট টার্নিং ছিল বলেই সমস্যা হয়েছে বাংলাদেশের। অনেক দিন ধরে ‘স্পোর্টিং’ উইকেটে খেলে আসা বাংলাদেশ এই উইকেটে দ্রুত মানিয়ে নিতে পারেনি বলে দাবি করছেন বাংলাদেশ অধিনায়ক।
এই বছর পুরোটাই বাংলাদেশ খেলেছে ভালো মানের স্পোর্টিং উইকেটে। ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে, যেখানে উইকেটে বাউন্স ছিল সমান, বল ব্যাটে এসেছে দারুণ। এরপর পাকিস্তান ও ভারত সিরিজেও প্রায় একই রকম উইকেটে খেলেছে বাংলাদেশ, যেখানে বল ব্যাটে এসেছে ভালোভাবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের উইকেট ছিল খুবই মন্থর, নিচু বাউন্সের। প্রোটিয়া স্পিনাররা টার্নও পেয়েছে বেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, নিজ দেশের উইকেটই ছিল এই ম্যাচের প্রতিবন্ধক।
“এমনিতে আমাদের স্পিনারদের বল এতটা টার্ন করে না। আমাদের যেটা হয়, বল হয়ত উঁচু-নিচু হয়। একটু থেমে আসে। এই উইকেটে টার্ন করাতে আমাদের একটু সমস্যা হয়েছে। ওদের স্পিনাররা ৮ ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট নিয়েছে। অবশ্যই সমস্যা হয়েছে আমাদের।”
উল্লেখ্য, সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার করা ১৪৮ রানের জবাবে বাংলাদেশ মাত্র ৯৬ রানে অল আউট হয়ে ৫২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।
বাংলাদেশ সময়: ২২:২৯:২৯ ৩১৬ বার পঠিত