রবিবার, ৫ জুলাই ২০১৫
আর্জেন্টিনার স্বপ্ন গুঁড়িয়ে চিলির শিরোপা
Home Page » খেলা » আর্জেন্টিনার স্বপ্ন গুঁড়িয়ে চিলির শিরোপাবঙ্গনিউজ ডটকমঃ আর্জেন্টিনার হয়ে এখনও বড় কোনো শিরোপা জেতা হল না মেসি-তেভেস-আগুয়েরো-দি মারিয়াদের। টাইব্রেকারে তাদের ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপার শিরোপা জিতেছে চিলি।
এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়েও গোল হয়নি।
টাইব্রেকারের প্রথম পেনাল্টি কিকে চিলির মাথিয়াস ফার্নান্দেসের জোরাল শট ওপরের বাঁ কোনা নিয়ে জালে জড়ায়। আর্জেন্টিনার প্রথম পেনাল্টি কিকে ডান দিক দিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি।
আর্তুরো ভিদালের শটে হাত লাগিয়েও ফেরাতে পারেননি সের্হিও রোমেরো। আর্জেন্টিনার দ্বিতীয় স্পট কিকটি হিগুয়াইন মেরে দেন ক্রসবারের অনেক ওপর দিয়ে।
চিলির আরানগিস তৃতীয় পেনাল্টি থেকে অনায়াসে গোল করেন। আর আর্জেন্টিনার এভার বানেগার দুর্বল পেনাল্টি কিক ব্রাভো ঠেকিয়ে দিলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় চিলির।
সানচেসের বুদ্ধিদীপ্ত পেনান্টি কিক থেকে বল ধীরে ধীরে জালে পৌঁছলে প্রথমবারের কোপা আমেরিকা জয় নিশ্চিত হয়ে যায় চিলির।
সেমি-ফাইনালে প্যারাগুয়ের পরিণতি দেখে ভয় পায়নি চিলি; গ্যালারি ভরা ভক্তদের সমর্থন নিয়ে শুরু থেকে আর্জেন্টিনার ওপর চাপ তৈরি করে স্বাগতিকরা। গ্যালারি দেখে মনে হচ্ছিল লালের সমুদ্র, আর তাতে দোলা দেওয়ার মতই খেলছিলেন আলেক্সিস সানচেসরা।
তবে মেসি জাদুতে প্রথম সুযোগটি তৈরি করে অতিথিরাই। আর্জেন্টিনা অধিনায়কের ডিফেন্স চেরা পাস একটুর জন্য নাগালে পাননি ছুটে আসা সের্হিও আগুয়েরো।
গতি দিয়ে আর্জেন্টিনাকে পরাস্ত করার পরিকল্পনা করে চিলি। তাদের আক্রমণগুলো গড়ে উঠে ডান দিক দিয়ে। মার্কোস রোহো, নিকোলাস ওতামেন্দিদের চ্যালেঞ্জ জানিয়ে বিপজ্জনকভাবে প্রতিপক্ষের রক্ষণ সীমায় ঢুকে যাচ্ছিলেন স্বাগতিক খেলোয়াড়রা।
কিন্তু ডি-বক্সে গিয়ে সব এলোমেলো হয়ে যাচ্ছিল এদুয়ার্দো ভারগাস, হোর্হে ভালদিভিয়া, আর্তুরো ভিদালদের। বেশিরভাগ শট লক্ষ্যে রাখতে পারেননি তারা।
১৯তম মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। মেসির শটে হেড করেছিলেন আগুয়েরো, বল জালে যাওয়ার মুহূর্তে স্বাগতিকদের বাঁচান গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।
সেমি-ফাইনালে জোড়া গোল করা আনহেল দি মারিয়াকে আধ ঘণ্টার মধ্যে হারায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া দি মারিয়ার জায়গায় নামেন এসেকিয়েল লাভেস্সি।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে একটি করে সুযোগ আসে চিলি-আর্জেন্টিনার সামনে। ডি-বক্স থেকে দুর্বল শট নিয়ে আলেক্সিস সানচেস দারুণ একটি আক্রমণ নষ্ট করেন। এর পরপরই ডি-বক্স থেকে লাভেস্সির জোরালো শট ঠেকান ব্রাভো।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলে শুরু থেকে। ৬৬তম মিনিটে পাল্টা-আক্রমণ থেকে সানচেসের নৈপুণ্যে আচমকাই সুযোগ আসে চিলির সামনে। ওতামেন্দিকে বোকা বানিয়ে ডি-বক্সে গোল করার মতো জায়গায় ভিদালকে বল পাঠান আর্সেনাল তারকা। শট নিয়েও ছিলেন ভিদাল কিন্তু পাবলো সাবালেতা এবার দলকে বাঁচান।
৮২তম মিনিটে দারুণ একটি সুযোগ আসে সানচেসের সামনে। অফ সাইড ফাঁদ ভেঙে তার ভলি অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
যোগ করা সময়ে মেসির দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার সুযোগ নষ্ট করেন বদরি হিসেবে নামা গনসালো হিগুয়াইন। মেসির ডিফেন্স চেরা পাস খুঁজে পায় লাভেস্সিকে। তার নিচু ক্রস নাপোলির স্ট্রাইকার হিগুয়াইন একটুর জন্য জালে পাঠাতে পারেননি।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে হাভিয়ের মাসচেরানোর ব্যর্থতায় চিলিকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান সানচেস। মাসচেরানো শট দিতে গিয়ে বলে পা ছোঁয়াতে না পারায় বল পান চিলির সবচেয়ে বড় তারকা। অনেকটা দৌড়ে গোল করার মতো জায়গা গিয়েও বাইরে মারেন তিনি।
বাকি সময়েও কোনো দলই গোল পায়নি, তাই টাইব্রেকারে গড়া খেলা। তাতে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক চিলি।
বাংলাদেশ সময়: ৫:৫৪:৫৯ ২৬৬ বার পঠিত