শনিবার, ৪ জুলাই ২০১৫
‘রোজার দিন বলে চুপ বিএনপি’
Home Page » প্রথমপাতা » ‘রোজার দিন বলে চুপ বিএনপি’বঙ্গনিউজ ডটকমঃ সরকারের উদ্দেশ্যে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আপনাদের ক্যাডার বাহিনীকে নিয়ন্ত্রণ করুন। কারণ রোজার দিন বলে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করছি না। তাই বলে আমরা সব সময় শুধু চেয়ে চেয়ে দেখবো না।
শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. রিপন অভিযোগ করে বলেন, ‘পবিত্র রমজানেও সারাদেশে বিএনপির ইফতার পার্টিগুলোতে সরকারের মন্ত্রীরা তাদের দলের ছাত্রলীগের ক্যাডার বাহিনীর সদস্যদের দিয়ে হামলা চালাচ্ছেন। কারণ তাদের পরিকল্পনা হলো তারা ভবিষ্যতে বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেবে না।’
বিএনপির শীর্ষ নেতারা কারাগারের অসুস্থতার প্রসঙ্গে বিএনপির মুখপাত্র বলেন, ‘এসব নেতারা জামিন পাওয়ার পরও সরকার তাদের বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার করে রেখেছে। সরকারের এ ঘটনাগুলোকে অমানবিক উল্লেখ করে ক্ষমতাসীনদের মানবিক হয়ে উঠার জন্য আহ্বান ড. রিপন।
তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। কিন্তু আমরা চাই না আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে ধ্বংস হয়ে যাক। তবে তারা নিজেদের পথকেই সঙ্কুচিত করছে এবং নিজেদের বিনাশের পথ তৈরি করছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:১২:৪২ ৩১৯ বার পঠিত