শনিবার, ৪ জুলাই ২০১৫

ঈদে পুঁজিবাজার ৬ দিন বন্ধ

Home Page » অর্থ ও বানিজ্য » ঈদে পুঁজিবাজার ৬ দিন বন্ধ
শনিবার, ৪ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অফিসের সব কার্যক্রম আগামী ১৫ থেকে ২০ জুলাই মোট ৬ দিন বন্ধ থাকবে।

শনিবার ডিএসই এবং সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ঈদের ছুটি শেষে আগামী ২১ জুলাই থেকে আগের নিয়মে পুনরায় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। একইসঙ্গে অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

রমজান উপলক্ষে বর্তমানে অফিস কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং লেনদেন সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলছে।

 

বাংলাদেশ সময়: ১৫:০৪:৫৭   ৩০৫ বার পঠিত