শনিবার, ৪ জুলাই ২০১৫

জীবনের সেরা ইনিংস খেললেন ম্যাককালাম, নতুন রেকর্ড

Home Page » ক্রিকেট » জীবনের সেরা ইনিংস খেললেন ম্যাককালাম, নতুন রেকর্ড
শনিবার, ৪ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ব্রান্ডন ম্যাককালামের পরিচয় নতুন করে হয়তো বলার প্রয়োজন নেই। তবে ব্যান্ডন ম্যাককালাম ব্যাট হাতে একটি জটিল অংক কষে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ব্যাট হাতে গ্যালারির দর্শকদের শুধু মুগ্ধই নয় চুপসে যাওয়ার মত তান্ডব দেখান এই ম্যাককালাম। ২০১৫ বিশ্বকাপে দানবীয় হয়ে ওঠা ম্যাককালাম নিজের আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন। অবিশ্বাস্য তাণ্ডবে জীবনের সেরা ইনিংস খেললেন ম্যাককালাম, এর মাধ্যমে ক্রিকেট বিশ্বে যোগ হয়েছে নতুন রেকর্ড।

ইংলিশ ঘরোয়া লিগ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওয়ারউইকশায়ারের খেলোয়াড় নিজজিল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম।

শুক্রবার ডার্বিশায়ারের হয়ে মাঠে নামেন তিনি। ২০ ওভারের খেলায় একাই করেন ১৫৮ রান। আর দলীয় রান গিয়ে দাঁড়ায় ২৪২। যা এবারের ইংলিশ টি-টিয়েন্টি আসরে সর্বোচ্চ রান।

ম্যাককালাম মাত্র ৬৪ বলের এ ইনিংসে ১৪ টি চার ও ১১ টি ছয় মারেন। দলীয় দুই উইকেট বিদায় নিলেও আপরাজিত থেকে মাঠ ছাড়েন এ কিউ দানব।

২৪২ রানের জবাবে ডার্বিশায়ার ব্যাট করতে নেমে ১৮২ রানে গুটিয়ে যায়। ফলে ৬০ রানে জয় পায় ম্যাককালামরা। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান ম্যাককালামের। ১৭৫ রান নিয়ে সবার শীর্ষে অবস্থান করছেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল।

উল্লেখ্য, ২০০৮ সালেও ম্যাককালাম টি-টোয়েন্টি ক্রিকেট ১৫৮ রানের ইনিংস খেলেন। তবে সেটি ছিল ৭৩ বলে। এবার ৬৪ বলে ১৫৮ রান করাটাই ম্যাককালামের সবচেয়ে উজ্জ্বল ক্রিকেট ও ক্রিকেট বিশ্বের নতুন রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৪:৪২:৩৪   ৩৫৬ বার পঠিত