শুক্রবার, ৩ জুলাই ২০১৫

বাসের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা, বাড়তি টাকা আদায়

Home Page » আজকের সকল পত্রিকা » বাসের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা, বাড়তি টাকা আদায়
শুক্রবার, ৩ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ আজ শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন সড়কপথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলা বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের অভিযোগ, নিয়মিত ভাড়ার চেয়ে এবার যাত্রীদের গুনতে হচ্ছে টিকিট প্রতি বাড়তি বাড়া। সঙ্গে যোগ হয়েছে বিড়ম্বনা।
আজ ভোর সাড়ে ৫টা থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট থাকা সাপেক্ষে ৪ ও ৫ জুলাইও অগ্রিম টিকিট বিক্রি চলবে।
সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসের অগ্রিম টিকিটের জন্য শত শত মানুষ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে। টিকিট-প্রত্যাশীদের অভিযোগ, টিকিটের দাম বেশি হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না অনেকে। আবার কেউ টিকিট পেলেও কাঙ্ক্ষিত দিন ও সময়ের টিকিট মিলছে না।
রাজধানীর নর্দা থেকে গাবতলীতে টিকিট নিতে আসা সানোয়ার হোসেন বলেন, নির্দিষ্ট দিনের টিকিটের জন্য তিনি ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন। এরপরও সামনে থেকে অনেকে বলছেন, নির্দিষ্ট দিনের টিকিট নেই।
টিকিট-প্রত্যাশী আবুল কালাম আজাদ বলেন, লাইনে বিশৃঙ্খলা হচ্ছে। আগে পুলিশ এসব লাইন ঠিক করত। এবার কোনো পুলিশ নেই। কেউ কারও কথা মানছে না। এতে দুর্ভোগে পড়েছেন টিকিট-প্রত্যাশীরা।
টিকিট নিতে আসা গণস্বাস্থ্য কেন্দ্রের ছাত্রী ফারহানা ইয়াসমিন বলেন, মেয়েদের লাইনে পুরুষরা ঢুকে পড়ছে। কেউ কোনো বাধা মানছে না।
বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে হানিফ পরিবহনের ব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ঈদে গন্তব্যস্থল থেকে খালি গাড়ি নিয়ে আসতে হয়। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ৯ জুলাই থেকে ঈদ পর্যন্ত বাসের টিকিটে এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩০   ৩৫০ বার পঠিত