শুক্রবার, ৩ জুলাই ২০১৫
৯৯ রানে গুটিয়ে গেল বিসিবি একাদশ
Home Page » আজকের সকল পত্রিকা » ৯৯ রানে গুটিয়ে গেল বিসিবি একাদশএরপর আবারও বিপর্যয় ৭ রানের ব্যবধানে ৩ উইকেটের পতন। ডেভিড ভিসের বলে ফেরার আগে ইমরুলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৯ রান। ভিসের বলে ফেরার আগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে শুভর ব্যাট থেকে। সপ্তম উইকেটে মাহমুদুল হাসান ও সোহাগ গাজীর ১৭ রানই যা একটু প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে শেষ ১৭ রানেই অবশিষ্ট ৪ উইকেট পতনে সংগ্রহটা মোটেও পর্যাপ্ত হয়নি বিসিবি একাদশের।
প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেটে নিয়েছেন ডানহাতি পেসার ভিসে। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন অ্যাবট ও ফাঙ্গিসো। বিসিবি একাদশের ছয় উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসাররা। বাকি চারটি স্পিনারদের দখলে। আউটগুলোর ধরন অবশ্য শঙ্কাজাগানিয়া। বিসিবি একাদশের পাঁচ ব্যাটসম্যান আউট হয়েছেন বোল্ড হয়ে।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৩ ৩৮৪ বার পঠিত