৯৯ রানে গুটিয়ে গেল বিসিবি একাদশ

Home Page » আজকের সকল পত্রিকা » ৯৯ রানে গুটিয়ে গেল বিসিবি একাদশ
শুক্রবার, ৩ জুলাই ২০১৫



পরিষ্কার বোল্ড হয়ে ফিরলেন রনি তালুকদার। ছবি: এএফপিবঙ্গনিউজ ডটকমঃ ফতুল্লায় একমাত্র টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ভালোই ঝালিয়ে নিলেন প্রোটিয়া বোলাররা। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে ২ ওভার বাকি থাকতে ৯৯ রানেই গুটিয়ে গিয়েছে বিসিবি একাদশ।

 টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকে বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। কাইল অ্যাবটের বলে বোল্ড হয়ে ফিরেছেন দুই ওপেনার রনি তালুকদার ও এনামুল হক। সৈকত আলীকে নিয়ে তৃতীয় উ​ইকেটে অধিনায়ক ইমরুল কায়েস কিছুটা চেষ্টা চালান। তবে তা প্রয়োজনের তুলনায় সামান্যই। এ জুটিতে আসে ২৬ রান। অ্যারন ফাঙ্গিসোর বলে বোল্ড হওয়ার আগে সৈকত করেন মাত্র ৫ রান। চতুর্থ উইকেট জুটিতে শুভাগত হোমকে নিয়ে আরেকটা জুটি গড়ার চেষ্টা করেন ইমরুল। এ জুটিতে আসে ২৬ রান।

এরপর আবারও বিপর্যয় ৭ রানের ব্যবধানে ৩ উইকেটের পতন। ডেভিড ভিসের বলে ফেরার আগে ইমরুলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৯ রান। ভিসের বলে ফেরার আগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে শুভর ব্যাট থেকে। সপ্তম উইকেটে মাহমুদুল হাসান ও সোহাগ গাজীর ১৭ রানই যা একটু প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে শেষ ১৭ রানেই অবশিষ্ট ৪ উইকেট পতনে সংগ্রহটা মোটেও পর্যাপ্ত হয়নি বিসিবি একাদশের।

প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেটে নিয়েছেন ডানহাতি পেসার ভিসে। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন অ্যাবট ও ফাঙ্গিসো। বিসিবি একাদশের ছয় উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসাররা। বাকি চারটি স্পিনারদের দখলে। আউটগুলোর ধরন অবশ্য শঙ্কাজাগানিয়া। বিসিবি একাদশের পাঁচ ব্যাটসম্যান আউট হয়েছেন বোল্ড হয়ে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৩   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ