বুধবার, ১ জুলাই ২০১৫
জন্মভূমি ত্যাগ করে অন্য দেশকে বেছে নিলেন সেই ক্রিকেটার
Home Page » এক্সক্লুসিভ » জন্মভূমি ত্যাগ করে অন্য দেশকে বেছে নিলেন সেই ক্রিকেটারবঙ্গনিউজ ডটকমঃ এমনটা সচারচর হয় না। মাতৃভূমিতে বেড়ে উঠে জাতীয় ক্রিকেট দলের হয়ে ব্যাট-বল হাতে নিয়ে নামের দ্যুতি ছড়ানোর পরেও এমন অনন্য ঘটনা।
আর জন্মভূমিকে ত্যাগ করে অন্য দেশকে বেছে নিলেন এ ক্রিকেটার। জন্মভূমির আমন্ত্রনে এখন তিনি টি-টিয়োন্টি খেলতে যাবেন। এটিই হতে যাচ্ছে। ইংল্যান্ড, নেদ্যারল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকায় এর বেশি উদাহরণ খুঁজে পাওয়া যায়। পাকিস্তানের ক্ষেত্রেও রযেছে এমনটা।
৩০ বছর বয়সী আফ্রিকান অলরাউন্ডার ডার মারউই নিজের নাগরিকত্ব পাল্টে নেদারল্যান্ডসকে বেছে নিয়েছেন। গত ২৯ জুন ডাচ পাসপোর্ট পেয়েছেন মারউই। আর এর মধ্য দিয়েই প্রোটিয়াদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হলো।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মারউই। দলে উপেক্ষিত রয়েছেন বেশ কয়েক বছর ধরে। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরেও দলে ডাক পাননি তিনি।
নেদারল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার পরেও ইউরোপীয় ইউনিয়নের সুবিধায় দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার স্থানীয় ক্রিকেটার হিসাবে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১৮:০৫:৪৫ ২৩০ বার পঠিত