মঙ্গলবার, ৩০ জুন ২০১৫

ঈদের বাসের আগাম টিকিট ৩ জুলাই থেকে

Home Page » প্রথমপাতা » ঈদের বাসের আগাম টিকিট ৩ জুলাই থেকে
মঙ্গলবার, ৩০ জুন ২০১৫



05_eidticket_rail_260713.jpgবঙ্গনিউজ ডটকম ঃতবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী গাবতলী বাস টার্মিনাল থেকে একেক কোম্পানি একেক সময়ে টিকিট বিক্রি শুরু করবে বলেও জানান তিনি।হানিফ পরিবহনের উত্তরবঙ্গ অঞ্চলের রুট ম্যানেজার রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদকে সামনে রেখে ৩ জুলাই থেকে তারা আগাম টিকিট বিক্রি করবেন। এক্ষেত্রে টিকিটের মূল্যে কমবেশি হচ্ছে না।

ঈদকে সামনে রেখে গাবতলী ছাড়া সায়েদাবাদ কিংবা মহাখালী বাস টার্মিনালে তেমন ভিড় লক্ষ করা যায় না দাবি করে তিনি বলেন, মূলতঃ গাবতলীতেই উত্তর বঙ্গের মানুষের জন্য আগাম টিকিটের চাহিদা থাকে।

মহাখালী বাস টার্মিনালের সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার পাশের জেলাগুলোতে এই টার্মিনাল থেকে কোনো আগাম টিকিটের ব্যবস্থা নেই। তবে সিলেট, বিয়ানীবাজার, রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ দূর পাল্লার কয়েকটি পথে ঈদের আগে আগাম টিকিট ছাড়া হবে।

“অন্ততঃ ৭/৮ ঘণ্টার দূরত্বে যেসব জেলা রয়েছে সেখানে টিকিট বিক্রি হবে। অনেক সময় দেখা যায় সক্ষমতার চেয়েও দুইতিনগুণ বেশি যাত্রী ঈদের আগে টার্মিনালে ভিড় করে। সে কারণে এবার ২৪ রমজানের পর থেকে আগাম টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।”

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪০   ৩২২ বার পঠিত