সোমবার, ২৯ জুন ২০১৫

রওশন এরশাদের প্রস্তাবে শেখ হাসিনার মাথায় হাত

Home Page » প্রথমপাতা » রওশন এরশাদের প্রস্তাবে শেখ হাসিনার মাথায় হাত
সোমবার, ২৯ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদের প্রস্তাবে মাথায় হাত পড়লো প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

রওশন এরশাদ বলেন, সেশনজটের কারণে যাদের শিক্ষাজীবন বিলম্বিত হয়েছে তাদের সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা ৩৪-৩৫ বছর করা যায় কিনা।

রওশন এরশাদের এমন কথায় প্রধানমন্ত্রী মাথায় হাত দেন। প্রধানমন্ত্রীর এ অবস্থা দেখে রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আপনি মাথায় হাত দেবেন না। আমি বিষয়টি বিবেচনা করে দেখা যায় কিনা বলছি।

বাজেট অধিবেশনে সোমবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন রওশন এরশাদ।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতায় অনেকে বিনিয়োগ করতে চায় না। যারা বিনিয়োগ করতে আগ্রহী তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বিশাল ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণের দিকনির্দেশনা বাজেটে দেয়া নেই। গত অর্থবছরের বাজেটের প্রবৃদ্ধি অর্জন হয়নি। এবারের বাজেটে ৭ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু কীভাবে হবে তা বলা হয়নি।

রওশন এরশাদ বলেন, ব্যাংকিং খাতে অস্থিরতা রয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে প্রবৃদ্ধি অর্জন করা কঠিন। এ সময় তিনি স্বাস্থ্যখাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার দাবি জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, মহিলাদের জন্য একটা ব্যাংক করার আহ্বান জানাচ্ছি, যে ব্যাংকে গেলে মহিলারা ঋণ সুবিধা পাবে।

বাংলাদেশ সময়: ১৮:০৯:১২   ৪৭১ বার পঠিত