সোমবার, ২৯ জুন ২০১৫

সোমবার ঘোষণা হতে পারে আইপিএল স্পটফিক্সিং মামলার রায়

Home Page » ক্রিকেট » সোমবার ঘোষণা হতে পারে আইপিএল স্পটফিক্সিং মামলার রায়
সোমবার, ২৯ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ আগামীকাল সোমবার ঘোষণা হতে পারে আইপিএল স্পটফিক্সিং মামলার রায়।২০১৩ সালে আইপিএল স্পটফিক্সিং কাণ্ডে গ্রেপ্তার হন এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বন ও অজিত চাণ্ডিলা। ক্রিকেট থেকে নির্বাসিত হন তিন ক্রিকেটার। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলেরও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের চার্জশিটে ৪২ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দুই বছর মামলা চলার পর আগামীকাল সোমবারই দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে রায় ঘোষণা হবে ।

এর আগে, গত ২৩ মে রায়দান স্থগিত রেখেছিলেন অতিরিক্ত দায়রা বিচারক নীনা বনশল কৃষ্ণা। সোমবারের রায়ের অপেক্ষায় তামাম ক্রিকেটমহল।

 

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৪১   ৩৪২ বার পঠিত