সোমবার, ২৯ জুন ২০১৫

ইভটিজিংয়ে ছাড় দেবেন না এসপি

Home Page » প্রথমপাতা » ইভটিজিংয়ে ছাড় দেবেন না এসপি
সোমবার, ২৯ জুন ২০১৫



chandpur-sp-1.jpgবঙ্গনিউজ ডটকমঃ ইভটিজিং ও নারী নির্যাতনে কোনো প্রকার ছাড় দেবেন না চাঁদপুরের প্রথম নারী পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। ঈদের পর মতবিনিময় ও তথ্য সংগ্রহ চলবে। তবে এর মধ্যে কোনো অভিযোগ পেলে অ্যাকশনে যাবেন তিনি। এ ব্যাপারে কাউকেই ছাড় দেবেন না।

রোববার বিকেলে নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাতকারে বাংলামেইল এসব কথা জানান তিনি।

শামসুন্নাহার বলেন, ‘ইভটিজিং ও নারী নির্যাতন বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব দূর করতে প্রাথমিক স্তর থেকে কাজ শুরু করতে হবে। সমাজ ও পরিবারের প্রতিটি স্তরে ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘চাঁদপুরের সর্বত্র যদি এর কুফল সম্পর্কে মানুষদের সজাগ করা যায় তাহলে দ্রুত প্রতিকার করা যাবে। মানুষের মধ্যে এ বোধ জাগিয়ে তুলতে হবে। আজ যা আরেকজনের ওপর হচ্ছে কাল সেটা আমার বা আমার পরিবারের সদস্যদের ওপর হবে না তা নয়।’

এসপি বলেন, ‘ইভটিজিংয়ের মতো বাল্যবিবাহও নারী নির্যাতনের মতো অপরাধ। সুতরাং এ ব্যাপারে বাবা-মায়েদের উদ্বুদ্ধ করতে হবে। ১৮ বছরের আগে তারা যেন মেয়েকে বিয়ে না দেন সে ব্যাপারে অভিভাবকদের সজাগ করতে হবে।’

একজন নারী হিসেবে নন, চাঁদপুরের প্রধান পুলিশ কর্মকর্তা হিসেবে এ বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান শামসুন্নাহার। আর এসব বিষয়ে শৃঙ্খলা আসলে সমাজে অনেক শান্তি ফিরে আসবে। ইতিমধ্যে ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ শুরু করেছেন তিনি। গত ২৫ জুন চাঁদপুর সরকারি মহিলা কলেজে ছাত্রী-অভিভাবক-শিক্ষকদের নিয়ে প্রতিরোধে করণীয় এবং প্রতিকার নিয়ে মতবিনিময় করেন। তিনি ছাত্রী ও অভিভাবকদের সরাসরি তার মোবাইলে ফোন করার জন্য বলেন।

এছাড়া তিনি বিভিন্ন সংগঠন ও সাংবাদিকদের কাছ থেকে ইভটিজিংয়ের বিভিন্ন স্পট ও নারী নির্যাতনের তথ্য সংগ্রহ করছেন বলেও জানান। তবে রমজান উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজ বন্ধ থাকায় ঈদের পর পুরো জেলায় তার এ মতবিনিময় ও তথ্য সংগ্রহ চলবে। এর মধ্যে কোনো অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

হুঁশিয়ারি উচ্চারণ এই পুলিশ কর্মকর্তা করে জানান, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে যেসব পুলিশ কর্মকর্তা কাজ করবেন তাদের কেউ ক্ষতি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে জিরো টলারেন্সে থাকবেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৬:৫২:১৯   ৩৭৮ বার পঠিত