সোমবার, ২৯ জুন ২০১৫

গমের মান নিয়ে আমি স্যাটিসফাইড : খাদ্যমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » গমের মান নিয়ে আমি স্যাটিসফাইড : খাদ্যমন্ত্রী
সোমবার, ২৯ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ব্রাজিল থেকে আমদানি করা গম প্রসঙ্গে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, গমের মান নিয়ে আমি স্যাটিসফাইড।

আজ রবিবার সচিবালয়ে ওই গম পরীক্ষার দুটি প্রতিবেদন সাংবাদিকদের দেখিয়ে বলেন, গমের মান নিয়ে তার মনে কোনো প্রশ্ন নেই।

গম নিয়ে সংবাদ প্রকাশের পরপরই খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল।

খাদ্যমন্ত্রী বলেন, চার মাস আগে যে সব প্যারামিটারের (মানদণ্ড) ভিত্তিতে ব্রাজিলের গম আমরা যেভাবে রিসিভ করেছিলাম, পরীক্ষা করে দেখা গেছে এখনও তেমন আছে।

তিনি আরও বলেন, এ গম সম্পূর্ণ খাবার উপযোগী। খাদ্য অধিদপ্তর ও সায়েন্স ল্যাবরেটরির (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) পরীক্ষায় এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গমের মান নিয়ে আমি স্যাটিসফাইড।

কামরুল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এরপরও (পরীক্ষার প্রতিবেদন দেখেও) যদি টিআইবি, সুজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ বা বামদল কারও যদি সন্দেহ থেকে থাকে, আমি তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। তারা আমাদের যে কোনো গোডাউন থেকে গম সংগ্রহ করে যে কোনো ল্যাবরোটরিতে পরীক্ষা করতে পারে। আমি এজন্য তাদের সহযোগিতাও করব।

সংবাদপত্রে প্রকাশিত গমের ছবির সঙ্গে খাদ্য অধিদপ্তরের গুদামে থাকা গমের কোনো মিল নেই দাবি করে খাদ্যপণ্য নিয়ে ‘রাজনীতি ও মিথ্যাচার’ করে মানুষকে বিভ্রান্ত না করতে সবার প্রতি আহ্বান জানান কামরুল।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৭   ৪০০ বার পঠিত