সোমবার, ২৯ জুন ২০১৫
বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের ম্যাচ কবে কখন
Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের ম্যাচ কবে কখনবঙ্গনিউজ ডটকমঃ দেশের মাটিতে পাকিস্তান ও ভারত বধের পর ক্রিকেটের বড় শক্তির বিপক্ষে চমক দেখানোর নতুন লক্ষ্যে সামনের মাসেই আবারও মাঠে নামছে টাইগাররা। আসন্ন সাউথ আফ্রিকার বাংলাদেশ সফরে ২ ম্যাচের টি-২০ সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। বাংলাদেশ- সাউথ আফ্রিকা সিরিজের ম্যাচসূচি প্রকাশ করা হয়েছে।টি-২০ সিরিজের মাধ্যমে শুরু হওয়া এই সিরিজের প্রথম ম্যাচটি জুলাই মাসের ৫ তারিখে ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তী টি-২০ ম্যাচটি একই ভেন্যুতে জুলাইয়ের ৭ তারিখ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। জুলাইয়ের ১০, ১২ এবং ১৫ তারিখে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটায়।
প্রথম টেস্ট ম্যাচ জুলাইয়ের ২১ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে ৩০ শে জুলাই থেকে।সকাল ১০ টা থেকে ম্যাচ দুটি শুরু হবে।
টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাউথ আফ্রিকার বিপরীতে বাংলাদেশের অবস্থান নবম। ওয়ানডেতে বাংলাদেশ সপ্তম এবং সাউথ আফ্রিকা চতুর্থ। টি-২০ তেও এগিয়ে থাকা প্রোটিয়াদের অবস্থান ষষ্ঠ আর বাংলাদেশ নবম।
এরকম আরও
বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের ম্যাচ কবে কখন
আফ্রিকা জয়ে জুনিয়র টাইগার্স
টাইগার সাফল্যে ভীত সাউথ আফ্রিকা
বিজ্ঞাপন
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪৭ ৫৬৩ বার পঠিত