রবিবার, ২৮ জুন ২০১৫

ঈদে ২২ হাজার কোটি টাকার নতুন নোট

Home Page » অর্থ ও বানিজ্য » ঈদে ২২ হাজার কোটি টাকার নতুন নোট
রবিবার, ২৮ জুন ২০১৫



ফাইল ছবিবঙ্গনিউজ ডটকমঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এবার ২২ হাজার কোটি টাকার সমপরিমাণ নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে এসব নোট সংগ্রহ করা যাবে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল ফিতরে সাধারণ মানুষের নতুন নোট সংগ্রহ করার একটি বিশেষ আগ্রহ থাকে। সেটিকে লক্ষ্য রেখে বরাবরের মতো এবারও ২ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের নোট বাজারে ছাড়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের সব শাখাগুলো থেকে যেমন নোট সংগ্রহ করার সুযোগ থাকবে। তবে এটি এবার অনেকটা সীমিত আকারে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলো থেকে নোট সংগ্রহ করার সুযোগ থাকবে। এজজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:১৪   ৩০৮ বার পঠিত