রবিবার, ২৮ জুন ২০১৫

ভারতে ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

Home Page » অর্থ ও বানিজ্য » ভারতে ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
রবিবার, ২৮ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় আনুমানিক ১০০ কোটি টাকা মূল্যের সাপের বিষ আটক করেছে রাজ্যের বন দফতর। গোপন সূত্রে খবর পেয়ে ছয়জন সন্দেহভাজন চোরাকারবারিকে শুক্রবার রাতে আটক করে ওই বিষ পাওয়া গেছে। উদ্ধার করা ওই বিষের ওজন প্রায় নয় পাউন্ড।

বন কর্মকর্তারা বলছেন, বেলাকোবা রেলস্টেশনের কাছ থেকে বহুমূল্যের ওই সাপের বিষ উদ্ধার হয় তিনটি বেলজিয়ান গ্লাসের বড় পাত্র থেকে। আটকদের জেরা করে জানা গেছে, ফ্রান্স থেকে বাংলাদেশ হয়ে ওই সাপের বিষ আনা হয়।

এদিকে, উদ্ধার করা বিষ কোবরার কিনা তা জানতে পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। সাপের বিষ নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চোরাকারবার চলছে বলে বন দফতর খবর পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:০৭   ৩৩৬ বার পঠিত