শনিবার, ২৭ জুন ২০১৫
চিকিৎসার জন্য ঢাকায় নায়েক রাজ্জাক
Home Page » আজকের সকল পত্রিকা » চিকিৎসার জন্য ঢাকায় নায়েক রাজ্জাকবঙ্গনিউজ ডটকমঃ উন্নত চিকিৎসার জন্য টেকনাফ থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নায়েক আবদুর রাজ্জাক। গত রাত সোয়া ১১টার দিকে ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতর হাসপাতালে নেওয়া হয়। আজ তাকে নাকের চিকিৎসার জন্য পিলখানা হাসপাতালে ভর্তি করা হবে। আট দিন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির হাতে আটক থাকার পর বৃহস্পতিবার মংদুতে পতাকা বৈঠক শেষে দেশে ফিরিয়ে আনা হয় রাজ্জাককে। ১৭ জুন টেকনাফ সীমান্তের নাফ নদে টহল দেওয়ার সময় রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। ওই ঘটনায় বিপ্লবকুমার নামে একজন সিপাহি গুলিবিদ্ধ হন। এরপর বিজিপি তাদের ফেসবুক পেজে হাতকড়াসহ রাজ্জাকের তিনটি ছবি পোস্ট করে। ছবিতে দেখা যায়, নায়েক রাজ্জাকের নাকে ক্ষত, রক্তের দাগ। টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, নায়েক রাজ্জাক সম্পূর্ণ সুস্থ আছেন বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন।
নাকে যাতে ইনফেকশন না হয় সে জন্য আরও উন্নত চিকিৎসা দিতে তাকে ঢাকা পাঠানো হয়েছে।বিজিবির নিজস্ব অ্যাম্বুলেন্স রাজ্জাককে বহন করছে। টেকনাফ বিজিবির প্রধান বলেন, ঢাকায় চিকিৎসা শেষে নায়েক রাজ্জাক ছুটি নিয়ে নাটোরে তার বাড়িতে যেতে পারবেন, নবজাতককে দেখতে পারবেন, পরিবারের সদস্যদের সান্নিধ্য পাবেন। রাজ্জাক ফিরলেই তার ছেলের নাম রাখা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০:৩৩:২৯ ২৯৭ বার পঠিত