শনিবার, ২৭ জুন ২০১৫
কলাপাড়ায় ভারতীয় ছয় জেলেসহ মাছধরা ট্রলার আটক
Home Page » আজকের সকল পত্রিকা » কলাপাড়ায় ভারতীয় ছয় জেলেসহ মাছধরা ট্রলার আটকবঙ্গনিউজ ডটকমঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ভারতীয় ছয় জন জেলেসহ একটি ফাইবারের তৈরী মাছধরা ট্রলার উদ্ধার করা হয়েছে। জ্বালানী ফুরিয়ে যাওয়া ভারতীয় ওই ট্রলারটি জেলে ইয়াম নেন্দেজ (২৮), জি আডু রাজু (২০), ইয়াচ্ছো মেচেন (৩২), ছোরাডা জোগ রাজু (৬০), ছোরাডা আমমরিয়া (৫০), গ্যান্টা ব্রামিজ (২০) কে নিয়ে ভাসতে ভাসতে কুয়াকাটার বেলাভূমিতে এসে আটকে পড়ে। শনিবার সকালে স্থানীয় সংবাদের ভিত্তিতে পুলিশ ওইসব জেলেদেরকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করেছে। এদিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বয়স ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে এরা তেলেগু ভাষায় কথা বলছেন। ফিশিং বোটটি কুয়াকাটা ঝাউবন এলাকায় পাওয়া গেছে। আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, আটককৃত জেলেরা ইংরেজি, হিন্দী কিংবা বাংলা এর কোন ভাষা না বোঝায় তাদের সম্পর্কে বিস্তারিত এ মুহূর্তে জানা সম্ভব হয়নি। তবে তাদের কাছে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি পরিচয়পত্র রয়েছে। এসব কারণে তাদের অন্ধ্রপ্রদেশের লোক হিসেবেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ওইসব জেলেদেরকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করায় তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৫:০১ ৩৯৪ বার পঠিত