শনিবার, ২৭ জুন ২০১৫

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক

Home Page » আজকের সকল পত্রিকা » পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক
শনিবার, ২৭ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ’র মহাসচিব মার্টিন চুংগং। আজ শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যকার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়নের প্রসংশা করেন সফররত মার্টিন চুংগং। পাশাপাশি নারী ক্ষমতায়নকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে আইপিইউ’র মহাসচিব বলেন, ‘বাল্যবিবাহ, মা ও শিশুর অপুষ্টি, লিঙ্গ বৈষম্যকে চ্যালেঞ্জ করে আইপিইউ’র সহযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

আইপিইউ’র সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বিশেষ করে সাবের হোসেন চৌধুরীর চেয়ারম্যান নির্বাচিত হওয়া এর কর্মকাণ্ডকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রী আইপিইউ মহাসচিবকে জানান, বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী সংসদ সদস্যরা সংস্থাটির অন্যান্য দেশের সংসদ সদস্যদের সঙ্গে পারস্পারিক যোগাযোগ ও ভাব বিনিময় রক্ষা করে চলেছেন। ভবিষ্যতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:২১:৩৬   ৩১৭ বার পঠিত