বুধবার, ৬ মার্চ ২০১৩
চুলের জন্যই ৬ লক্ষ রুপি!
Home Page » ফিচার » চুলের জন্যই ৬ লক্ষ রুপি!:: বলিউডের এ সময়ের অন্যতম অভিনেত্রী প্রাচী দেশাইয়ের চুলের পেছনেই খরচ হলো ৬ লক্ষ রুপি। ভৌতিক ছবি ‘১৯২০’-এর তৃতীয় সিক্যুয়ালে অভিনয় করছেন প্রাচী দেশাই। আর এই ছবিতেই একেবারে ভিন্ন ও আকর্ষণীয়ভাবে তাকে উপস্থাপন করার জন্য অনেক এক্সপেরিমেন্ট করে প্রাচীর চুলের জন্য নতুন এক স্টাইল দাঁড় করানো হয়। আর এই স্টাইলটি চুলে অ্যাকটিভ করতে গিয়েই খরচ হয়ে গেল ৬ লক্ষ রুপি। প্রাচী বলেন, ‘ছবিটির পরিচালক শুরু থেকেই এর গল্প থেকে সব কিছুর মধ্যে অনেক গবেষণা করছেন। পুরোনো সিক্যুয়ালের কোনো কিছুই এবারের সিক্যুয়ালে রিপিট হবে না। আর তারা আমাকে একেবারে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করেছেন। তাই আমার চুলের পেছনেই খরচ হয়ে গেল ৬ লক্ষ রুপি।’
বাংলাদেশ সময়: ৯:২০:৪৮ ১০৩৪ বার পঠিত