বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
টানা বর্ষণে জলাবদ্ধতায় জনদুর্ভোগ
Home Page » আজকের সকল পত্রিকা » টানা বর্ষণে জলাবদ্ধতায় জনদুর্ভোগবঙ্গনিউজ ডটকমঃ টানা বর্ষণে চট্টগ্রাম মহানগর ও উপজেলায় অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমেছে। ফলে নাগরিকদের প্রাত্যহিক জীবন কর্মে নানাভাবে দুর্ভোগ ও ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। পতেঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল নয়টা থেকে বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
নগরীর মুরাদপুর, ষোলশহর, বাকলিয়া, খাজারোড, হামজারবাগ, মোহাম্মদপুর, শুলকবহর, হালিশহর, আগ্রাবাদের কে ব্লক, বেপারি পাড়া, এ·সেস রোড, সিডিএ আবাসিক, বড় পুল, ছোট পুল, প্রবর্তক, কাপাসগোলা, চকবাজারসহ অধিকাংশ নিন্মাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতে দেখা যায়। পথচারীদের পড়তে হয়েছে দুর্ভোগে। সঙ্গে আছে তীব্র যানজট ও পরিবহন সংকট। বাস, রিকশা ও অটোরিকশায় গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সুদীপ বসাক বলেন, এবার নালা নর্দমার মাটি পরিষ্কার ও খাল সংস্কারের কারণে পানি দ্রুত নেমে যাচ্ছে। তাই কোথাও জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে না।
এদিকে, টানা বর্ষণে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার নিন্মঞ্চলগুলো ডুবে যায়। তাছাড়া কর্ণফুলী, হালদা নদী ও শঙ্খনদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৫ ৩২১ বার পঠিত