বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫

চট্টগ্রামে ৩ সেমাই দোকানকে জরিমানা

Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রামে ৩ সেমাই দোকানকে জরিমানা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫



Image result for চট্টগ্রামবঙ্গনিউজ ডটকমঃ নোংরা পরিবেশ সেমাই তৈরির অপরাধে চট্টগ্রামে তিনটি সেমাই দোকানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার নগরীর চাক্তাই এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

 

ভ্রাম্যমাণ আদালতে দুইটি আম মার্কা সেমাই দোকানকে ৩০ হাজার, এম হোসেন ট্রেডার্সকে ৩০ হাজার, তাহের ফ্লাওয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফাইরুজ ফ্লাওয়ার নামের একটি আটা ময়দার ফ্যাক্টরিকে মেয়াদ ও তৈরির তারিখ না লেখায় ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

 

অন্যদিকে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আগ্রাবাদ এলাকায় গ্রিল নামের এক পানির দোকান সিলাগালা করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।

 

এসময় তিনি ব্যাপারি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ায় একটি মাংসের দোকানীকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইটি মুদির দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, ‘ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নোংরা পরিবেশে সেমাই তৈরি করছে। তাই তাদের জরিমানা করা হয়েছে।’

 

একই প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বলেন, ‘যারা অসৎ উপায়ে সাধারণ মানুষকে ঠকাতে চায় তাদের দমনের জন্য এ ভ্রাম্যমান আদালত।’ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই দুই ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৫:০১:৫৬   ৩২১ বার পঠিত