বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
টাঙ্গাইলে ছাত্রলীগের সকাল-সন্ধ্যা হরতাল চলছে
Home Page » আজকের সকল পত্রিকা » টাঙ্গাইলে ছাত্রলীগের সকাল-সন্ধ্যা হরতাল চলছেবঙ্গনিউজ ডটকমঃ সম্মেলন না করে কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে টাঙ্গাইলে চলছে ছাত্রলীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
হরতালের কারণে বৃহস্পতিবার সকালে জেলা শহরে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনী বিতান বন্ধ রয়েছে। শহরে ছোট যানবাহন শহরে চলাচল করলেও বড় যানবাহনের চলাচল নেই বললেই চলে। তবে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লার বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। শহরে হরতালের সমর্থনে কোনো পিকেটিং চোখে পড়েনি।
বুধবার বিকেলে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন কমিটিতে ইশতিয়াক আহম্মেদ রাজিবকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। সম্মেলন না করে ‘অগণতান্ত্রিকভাবে’ দুই সদস্যের কমিটি ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ছাত্রলীগের বিক্ষুব্ধ একাংশ।
বাংলাদেশ সময়: ১২:৫৩:৪০ ৩১৯ বার পঠিত