বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫

নদী ভাঙনে পদ্মা সেতুর কাজ বিঘ্নিত হবে না

Home Page » আজকের সকল পত্রিকা » নদী ভাঙনে পদ্মা সেতুর কাজ বিঘ্নিত হবে না
বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫



images-2.jpgবঙ্গনিউজ ডটকমঃ র্ষায় পদ্মার ভাঙন রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নদী ভাঙনে মূল পদ্মা সেতুর কাজ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে ভাঙন কবলিত পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ও প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকার পাশে প্রায় ১৫০ ফুট দীর্ঘ ভাঙন পরিদর্শন করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, “ভাঙন রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী অক্টোবরে যথাসময়ে মূল সেতুর পাইলিং শুরু হচ্ছে। যথাসময়েই সেতুর নির্মাণ কাজও শেষ হবে।”

সাম্প্রতিক ভাঙন নিয়ে আওয়ামী লীগ নেতা কাদের বলেন, “যে টুকু ভেঙেছে তা তেমন কিছু নয়; এই ভাঙনে প্রকল্পের কোনো ক্ষতি হয়নি।”
ভাঙন রোধে পাঁচ লাখ বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ২০ হাজার বস্তা নদীতে ফেলা হয়েছে।প্রয়োজনে আরও ব্যবস্থা নেয়া হবে।

নতুন করে ভাঙন দেখা দিলেও তা মোকাবেলায় সব রকম প্রস্তুতি রয়েছে বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

পরিদর্শনের সময় পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) আব্দুল কাদের এবং চায়না মেজর ব্রিজ কোম্পানির কর্মকর্তা-প্রকৌশলীসহ পরামর্শকরা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৩৪:৫৯   ৩৭৭ বার পঠিত