বুধবার, ২৪ জুন ২০১৫
মুস্তাফিজুর রহমানের বল এখন ধাঁধা
Home Page » এক্সক্লুসিভ » মুস্তাফিজুর রহমানের বল এখন ধাঁধাবঙ্গনিউজ ডটকমঃ ধাঁধা! ভারতীয় ব্যাটসম্যানদের কাছে মুস্তাফিজুর রহমানের বল এখন জটিল ধাঁধা।
দুই ম্যাচে অনন্য বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন এ বাঁহাতি পেসার। মুস্তাফিজকে খেলতে এখন নানা ছক কষছে ভারত। সে পরিকল্পনায় যদি কাজ না হয় আগামীকাল?
রবিচন্দ্রন অশ্বিনের কাছে একটাই সমাধান, যেভাবেই হোক মুস্তাফিজকে ভালোভাবে খেলতেই হবে। এ ছাড়া যে বাংলাওয়াশ ঠেকানোর কোনো উপায় নেই ভারতের, ‘দেখেন এটা আন্তর্জাতিক ক্রিকেট। সবাই এখানে পেশাদার। যদি আমরা তার সমাধান বের করতে না পারি, তাহলে কী করব? তাঁকে (মুস্তাফিজ) অপহরণ করব? আমাদের এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। ভালো ক্রিকেট খেলতে হবে। সে দারুণ কাটার দিতে পারে। আমাদের সেটা সতর্কভাবে খেলতে হবে। একই সঙ্গে তাকে সমীহ করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সমীহ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।’
এক সাংবাদিক অশ্বিনকে মনে করিয়ে দিলেন, ভারত সাধারণত এ ধরনের নতুন চমকের বিপক্ষে ধুঁকে থাকে। যেমনটা ধুঁকেছিল বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের অভিষেকে। কিংবা বছর সাতেক আগে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের বিপক্ষে। গত বছর অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে তাসকিন নাম লিখিয়েছিলেন রেকর্ড বইয়ে। ওই ম্যাচে ভারত গুটিয়ে গিয়েছিল ১০৫ রানে। তবে বাংলাদেশ ৫৮ রানে অলআউট হওয়ায় ম্যাচটা ভুলেই যেতে চাইবেন অনেকে। ২০০৮-এর এশিয়া কাপের ফাইনালে ভারত হেরেছিল মেন্ডিসের দুর্বোধ্য ‘ক্যারম’ বলে। মাত্র ১৩ রানের বিনিময়ে মেন্ডিস একাই নিয়েছিলেন ৬ উইকেট।
অশ্বিন বললেন, ‘অজন্তা মেন্ডিস, মুস্তাফিজ, তাসকিন সবাই ভালো বোলার। যখন বোলার এমন কিছু চমক নিয়ে আসে, তখন সে সবার রাডারে পড়ে যায়। তখন ভান্ডারে নতুন কিছু যোগ করার প্রয়োজন হয়। বলছি না, আমরা ভীষণ ধাক্কা খেয়েছি কিংবা আচমকা ধরা খেয়েছি। বলা উচিত, এই বোলাররা জানত মাঠে কী করতে হবে। আর আমাদেরও কিছু সমস্যা ছিল। সেটিই তারা কাজে লাগিয়েছে।’
ভারত এখন বাংলাওয়াশের সামনে। পারবে ধবলধোলাই ঠেকাতে? প্রশ্নটা করতেই অশ্বিন পাল্টা জিজ্ঞেস করলেন, ‘বাংলাওয়াশ? এর মানে তো হোয়াইটওয়াশ তাই না? বেশ। আমরা সর্বাত্মক চেষ্টা করব বাংলাওয়াশ এড়াতে।’
বাংলাদেশ সময়: ১১:৩৮:৪৪ ৩৭৫ বার পঠিত