বুধবার, ২৪ জুন ২০১৫

তারেকের পাসপোর্ট নিয়ে দুটি বিষয়ের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

Home Page » আজকের সকল পত্রিকা » তারেকের পাসপোর্ট নিয়ে দুটি বিষয়ের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট
বুধবার, ২৪ জুন ২০১৫



Image result for তারেকেরঙ্গনিউজ ডটকমঃ মেয়াদ শেষের আগেই তারেক রহমানের পাসপোর্ট লন্ডন থেকে কিভাবে নবায়ন করা হয়েছিল এবং তার নামে কিভাবে চারটি পাসপোর্ট হলো, তার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। এই বছরের শুরুতে এক আইনজীবীর করা রিট আবেদনে হাইকোর্ট দুটি প্রতিবেদন দিতে আদেশ দিয়েছিল পররাষ্ট্র সচিব ও আইজিপিকে। ওই দুটি প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের বেঞ্চ নতুন করে দুই বিষয়ের ব্যাখ্যা জানতে চেয়েছে। মেয়াদ শেষের আগেই তারেক রহমানের পাসপোর্ট লন্ডন থেকে কিভাবে নবায়ন করা হয়েছিল এবং তা আইন অনুযায়ী হয়েছিল কি না, তা জানিয়ে পররাষ্ট্র সচিবকে ২৭ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর কয়েক বছরের ব্যবধানে এক ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট কিভাবে ইস্যু করা হয়েছে, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আদালতে এই বিষয়ে প্রতিবেদন দিতে হবে। খালেদা জিয়ার ছেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক কয়েক ডজন মামলা মাথায় নিয়ে সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। লন্ডন যাওয়ার পর তারেক ২০০৮ সালের সর্বশেষ পাসপোর্ট নবায়ন করেছিলেন বলে অনুসন্ধানে জানা যায়। তার মেয়াদ ২০১৩ সালে শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ৩:০৪:০৫   ৩৬৮ বার পঠিত