শুক্রবার, ২৪ মে ২০১৩
ওয়াসায় ছুটি বাতিল
Home Page » প্রথমপাতা » ওয়াসায় ছুটি বাতিলবঙ্গ-নিউজ ডটকমঃ ছয় ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জমে পড়া পানি সরাতে ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।ওয়াসার সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনেও ছুটি বাতিল হয়েছে বলে বৃহস্পতিবার বিকালে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
বুধবার রাত থেকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়ে নগরবাসী।
এই জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার কার্যক্রম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সার্বক্ষণিক তদারকি করছেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে বলা হয়েছে, সকাল থেকে সংস্থাগুলো সমন্বিতভাবে পানি ও আবর্জনা সরানোর কাজ বিরতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। ওয়াসা পাম্পগুলো যাতে ডুবে গিয়ে পানীয় জল সরবরাহের ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
পানি আটকে গেলেও নগরীতে পর্যাপ্ত স্যুয়ারেজ ব্যবস্থা ও পাম্পিং স্টেশন রয়েছে দাবি করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের ড্রেনেজ ব্যবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে। যার কারণে জলাবদ্ধতার কোনো সম্ভাবনা নেই।”
পানি জমে যাওয়াকে জলাবদ্ধতার বদলে ‘জলজট’ বলার পক্ষপাতি তিনি।
ওয়াসা এমডি বলেন, “মহানগরীতে কোনো বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হবে না, কিন্তু জলজট হতে পারে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকালে পানি জমলেও অনেক স্থানেই বিকালের মধ্যে তা নেমে গেছে।
ওয়াসা এমডি বলেন, “সাধারণত ২৫ মিলিমিটার হলেই স্যুয়ারেজ দিয়ে স্বাভাবিক পানি নেমে যায়। এর বেশি বৃষ্টিপাত হলেই দ্রুত পানি নামতে না পারার কারণে জলজটের সৃষ্টি হয়।”
এজন্য পানি নামার পাইপে বর্জ্য জমে যাওয়াকে দায়ী করে তিনি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
শান্তিনগর-মালিবাগে জমে থাকা পানি ঘণ্টা তিনেক পাম্প চালালেই নেমে যাবে বলে জানান ওয়াসা এমডি।
মহানগরীর জলজট নিরসনে বর্তমানে তিনটি পানির পাম্পিং স্টেশন রয়েছে। বৃহস্পতিবার জলজট নিরসনে কল্যাণপুরে একটি পাম্প ব্যবহার করা হয়েছে। কমলাপুর জনপথে ও ধোলাইখালের ফরিদাবাদে অন্য দুটি পাম্পিং স্টেশন রয়েছে।
কমলাপুর ও রামপুরায় আরো দুটি পাম্পিঙ স্টেশন বসানোর কাজ চলছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ কাজ শেষ আড়াই কাজ শেষ হবে।
বাংলাদেশ সময়: ১০:৪৩:৩১ ৪৬৭ বার পঠিত